Covid 19 Guideline: কোভিড রুখতে ছয় দেশ থেকে আসা যাত্রীদের জন্যে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসলকে একটি চিঠি দিয়ে নয়া নির্দেশাবলী জানিয়েছেন।
covid_protocol
covid_protocol

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কোভিড-১৯ নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি (Covid 19 Guideline) করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে রবিবার, ১ জানুয়ারি থেকে চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার এই নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হল। পরিবর্তিত পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করলেই হবে না। এই ছয় দেশ থেকে আগত যাত্রীদের, ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে সেই পরীক্ষা করাতে হবে। যাত্রার আগেই পরীক্ষার রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। অন্যান্য দেশ থেকেও যারা এই ছয়টি দেশ ছুঁয়ে ভারতে আসবেন, তাঁদেরকেও এই বিধি মানতে হবে।

কেন্দ্রের কী নির্দেশ?  

এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসলকে একটি চিঠি দিয়ে নয়া নির্দেশাবলী জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, "হাই রিস্ক কান্ট্রি হিসেবে চিহ্নিত হওয়া দেশগুলিতে করোনার সংক্রমণ আরও বেড়েছে। সেই কারণে, ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য কোভিড-১৯ নিয়মে (Covid 19 Guideline) বদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করে, নেগেটিভ রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। এছাড়া বাকি দেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্যে যে নির্দেশ ইতিমধ্যেই চালু আছে, তাই থাকবে।" 

প্রতিবেশী দেশ চিনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ঢেউ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেছেন, জানুয়ারিতে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে। সেই কারণেই করোনা মোকাবিলায় (Covid 19 Guideline) আগে থেকেই প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: কোভিডের বুস্টার ডোজ অ্যান্টিবডির স্থায়ীত্ব বাড়ায়, জানাচ্ছে গবেষণা

এত দিন নিয়ম ছিল, শুধু ৬টি দেশ থেকে আসা যাত্রীদেরই বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দিতে হবে। চিনে ক্রমেই বাড়ছে কোভিড সংক্রমণ (Covid 19 Guideline)। গত মাসে একটি রিপোর্ট জানিয়েছিল, ২০ ডিসেম্বর পর্যন্ত চিনের ১৮ শতাংশ নাগরিক কোভিড ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। হাসপাতালেও জায়গা নেই। শেষকৃত্যের জন্য দীর্ঘ লাইন। সূত্রের খবর, সে কারণেই বিদেশফেরত যাত্রীদের জন্য বিধি আরও কড়া করেছে কেন্দ্রীয় সরকার। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles