Indian cricket Team: দিল্লি টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় পেল ভারত 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও  ৬ উইকেটে  সহজ জয় পেল টিম ইন্ডিয়া
okkk
okkk

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও  ৬ উইকেটে  সহজ জয় পেল টিম ইন্ডিয়া (Indian cricket Team)। চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে বেশি সময় লাগল না টিম ইন্ডিয়ার।

ম্যাচের সারসংক্ষেপ

স্পিন সহায়ক পিচে অজিদের ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে টিম ইন্ডিয়ার (Indian cricket Team) লাগল মাত্র ২৬ ওভার। মাত্র ৪ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে খেলে ভারতীয় দল। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা  ৩১ রান করেছেন। পুজারাও করেছেন ৩১ রান।

তৃতীয় দিনের শুরু থেকেই বোঝা যায় ভারতীয় দল (Indian cricket Team) ফেভারিট এই ম্যাচে। অশ্বিন-জাদেজার যুগলবন্দিতে ম্যাচে ব্যাকফুটে যেতে থাকে অজিরা । অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১৩ রানেই। মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট নেন জাড্ডু। যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। অন্যদিকে ৫৯ রান দিয়ে ৩ উইকেট পান অশ্বিন। আগের ইনিংসে অজিদের লিড ছিল ১ রানের। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রানের। 


জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও কাছে চলে গেল টিম ইন্ডিয়া (Indian cricket Team)। এই মুহূর্তে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে। শেষ দু’ম্যাচের মধ্যে আর একটিতে জিতলেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে রোহিত ব্রিগেড।

 

     IND বনাম AUS ২য় টেস্ট, ২০২৩
      অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
    
অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়

ম্যাচের শেষে ভারত ৬ উইকেটে জয়ী
     
ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা
     
আম্পায়ার: নীতিন মেনন (ভারত), মাইকেল গফ (ইংল্যান্ড), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড, টিভি)
     
রেফারি: অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

    

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles