মাধ্যম নিউজ ডেস্ক: দুবছরের মহামারী শেষে এবার নিজের স্বমহিমায় ফিরছে কলকাতার বড় দিনের উৎসব (Kolkata Christmas Festival 2022)। গত দু বছর শহর শীতের উৎসবের জাঁক জমক হারিয়েছিল। কিন্তু আলোর রঙে সাজবে শহর। ২১ ডিসেম্বর অ্যালেনপার্কে ১২ তম কার্নিভালের উদ্বোধন হবে।
কলকাতায়, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক এবং ক্যাথিড্রাল রোড যথারীতি আলোর মালায় সেজে উঠবে। ঐতিহ্যশালী বোব্যারাকও সাজবে নতুন সাজে। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, "দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর এবং বারুইপুরের গির্জা এবং আলিপুরদুয়ার, আসানসোল, হাওড়া, বিধাননগর এবং ঝাড়গ্রামের পুলিশ কমিশনারেটগুলিকেও ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি আলো দিয়ে সাজানো হবে।"
আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব
পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ এবং কলকাতার পার্ক হোটেল একটি বিশেষ আলোক সজ্জার (Kolkata Christmas Festival 2022) আয়োজন করবে, যেখানে ঘোড়ার গাড়ির ওপর বসে থাকবে সান্তাক্লজ।
প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস-চেয়ারম্যান শেন ক্যালভার্ট এ বিষয়ে বলেন, "বো ব্যারাকের আলোগুলি রিমোট কন্ট্রোল-চালিত হবে এই বছর৷ আমরা অ্যাংলো-ইন্ডিয়ানদের জীবন যাত্রার আসল সৌন্দর্য তুলে ধরতে চাই।"
পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের এনকুয়্যারি কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল রাখা হবে। আগের বছর মহামারী থাকা সত্ত্বেও, পার্ক স্ট্রিট কার্নিভালে দর্শকদের উপস্থিতি প্রত্যাশার থেকে অনেক বেশি ছিল। তাই এই বছর আয়োজকরা আরও মানুষের উপস্থিতির আশা রাখছেন।
মহামারীর জন্যে যে দু বছর খাবার স্টলগুলির অনুমতি দেয়নি প্রশাসন, এ বছর সেগুলিও ফিরবে। এক সংগঠক বলেন, "এখানে প্রায় ৩০টি খাবারের স্টল থাকবে এবং সবগুলি বুক করা হয়েছে। অংশগ্রহণকারীদের স্টলের জন্য কোনো টাকা দিতে হবে না। দর্শকরা শুধু ক্রিসমাস কেক এবং চকলেটই নয়, চাইনিজ, গোয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ান সহ বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন।"
খাবারের স্টলগুলি খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, নেপালি এবং গোয়ান সম্প্রদায়ের মহিলারা পরিচালনা করবেন। প্রতি বছরের মতো এবারও অ্যালেনপার্কে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। শীঘ্রই সঙ্গীতশিল্পীদের নাম ঘোষণা করা হবে। ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া যখন অ্যালেনপার্ক বন্ধ থাকবে। বাসকারস মিউজিক্যাল প্রোগ্রামটি ক্যামাক স্ট্রিটে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কলকাতা পুলিশ ২৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠান করবে। চার্চের গায়করা ইংরেজি হিন্দি এবং বাংলা গান পরিবেশন করবেন সেদিন। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তথ্য কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল স্থাপন করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours