India vs Afghanistan: কোহলির মাঠে বিরাট-নবীন দ্বৈরথ দেখার অপেক্ষায় অনুরাগীরা

ICC ODI World Cup 2023: আজ ফের শামির হ্যাটট্রিক! ফিরে আসছে চার বছর আগের স্মৃতি 
naveen-ul-haq-and-virat-kohli
naveen-ul-haq-and-virat-kohli

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারত। প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। বুধবার রাজধানীতে রোহিত বাহিনীর সামনে আফগানিস্তান (India vs Afghanistan)। যাঁরা দ্রুত উন্নতি করছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে কোহলি, রাহুলরা যেমন ফর্মে আছেন, তাতে মনে হয় না কাবুলিওয়াল দেশের ক্রিকেটাররা বড় অঘটন ঘটাতে পারবে। এই ম্যাচের বড় চমক হল মুখোমুখি হবেন বিরাট কোহলি (Virat Kohli) ও নবীন উল হক (Naveen Ul Haq)। আইপিএলের (IPL)গত সংস্করণে চর্চায় উঠে এসেছিলেন আফগান পেসার নবীন উল-হক। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের ম্যাচ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান তিনি। কোহলির সঙ্গে শত্রুতার খেলায় মাতেন নবীন। সেই বিতর্ক শুধু বাইশ গজেই সীমাবদ্ধ ছিল না। জল গড়ায় অনেক দূর।

কোহলির ডেরায় নবীন

আজ, নবীনকে খেলতে হবে কোহলির খাস তালুকে। দিল্লি মানেই প্রাক্তন ভারত অধিনায়কের ডেরা। তার উপর এই মাঠে কোহলির নামে বিশেষ স্ট্যান্ডও তৈরি হয়েছে। ফলে সহজেই অনুমান করা যাচ্ছে দিল্লির দর্শকরা নবীনকে স্বাগত জানাতে কীভাবে তৈরি থাকবেন। আইপিএল হোক বা বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ভারতের মাটিতে খেলতে ‌নামলেই নবীনকে এখন কোহলির নামে স্লোগান শুনতে হয়। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ধরমশালায় বাংলাদেশের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচেই নবীন উল হককে দেখে 'কোহলি, কোহলি' বলে চিৎকার করতে থাকেন বিরাট সমর্থকরা। ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে যেতেই গ্যালারি থেকে ভেসে আসে বিরাট জয়ধ্বনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। সেই আন্দাজ করেই নবীন বলে রেখেছেন, "জানি আমায় দেখে কোহলি, কোহলি চিৎকার হবে। আমি অবশ্য এই নিয়ে ভাবিত নই, বরং ওইসব চিৎকার হলে আরও বেশি খেলায় মন ঢালতে পারি।"

আরও পড়ুন: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন প্লেয়ারে ভরসা ভারতের

স্মৃতিতে শামির হ্যাটট্রিক

এই ম্যাচে চর্চায় আরও একটি নাম মনে আসছে মহম্মদ শামি। ২০১৯ বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেন শামি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর পর আউট করেন মহম্মদ নবী, আফতাব আলম, মুজিব উর রহমানকে। চার বছর আগে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১ রানে জয় পেয়েছিল ভারত। ভারত ৮ উইকেটে ২২৪ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে ‌‌নেমে ২১৩ রানেই অল আউট হয়ে যায় আফগানরা। শেষ ওভারে হ্যাটট্রিক করেন শামি। তাই চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে শামি দলে না থাকলেও, দিল্লিতে আফগানদের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে চলেছেন শামি। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles