Pakistan Cricket: অধিনায়কের পদ ছাড়লেন বাবর! টি-টোয়েন্টি, টেস্টে দুই নেতার নাম ঘোষণা পিসিবি-র

Babar Azam: ভারতের  মাটিতে লজ্জাজনক পরাজয়ের খেসারত! পাকিস্তান ক্রিকেটের জন্য আবেগ ভরা মেসেজ বাবরের
hokey_(12)
hokey_(12)

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়েই নেতৃত্ব ছাড়লেন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজম। বাবরের সেই ঘোষণার ৯৩ মিনিট পর সমাজমাধ্যমেই নতুন অধিনায়কদের নাম জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টেস্টে অধিনায়ক করা হল শান মাসুদকে। এক দিনের ক্রিকেটের অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর করা হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজকে। 

কী বললেন বাবর

সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাবর। তিনি লিখেছিলেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।” বাবরের দেখানো পথেই চলার অঙ্গীকার নিলেন টিমে তাঁর বিপরীত মেরুতে থাকা বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

আইসিসি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান দলের সার্বিক পরিস্থিতি খারাপ। ভারতের  মাটিতে লজ্জাজনক পরাজয়েরই খেসারত দিলেন বাবর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুঃখ ভরা পোস্ট করেছেন তিনি৷

বাবর আজম লিখেছেন, ‘‘আমার এখনও মনে আছে যখন আমি ২০১৯ সালে পিসিবি থেকে ডাক পেয়েছিলাম,  যে আপনি পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। আমি গত ৪ বছরে অনেক উত্থান-পতন দেখেছি। আমার উদ্দেশ্য ছিল সবসময় দলের জন্য আরও ভাল পারফর্ম করা এবং এটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। ওডিআই ক্রিকেটে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছানো পুরো দলের একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। এর পিছনে ছিল খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের পুরো পরিশ্রম।’’ 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles