মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন বাংলার পেসার মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের প্রথম দিকে সুযোগ পাননি তিনি। আসলে দল এতটাই ব্যালান্স যে সুযোগ পেতে গেলে সেরা হতেই হবে। আর তাই করে দেখালেন শামি। বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটোতে ম্যাচের সেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচ পাঁচ উইকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে চার উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার পাঁচ উইকেট।
ধৈর্য এবং অধ্যবসায়ের ফল
সাফল্যের কারণ হিসেবে শামির মুখে সেই ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। তিনি জানালেন সাফল্যের রসায়নটা সহজ নয়। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বললেন, “আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ এক বার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তা ছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
Eat. Sleep. Take five-wicket haul. Repeat 🔁#CWC23 #INDvSL pic.twitter.com/eyJALxaNCE
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 2, 2023
ইডেনেও ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য
ভারতের পরের ম্যাচ ইডেনে। শামির কাছে এক প্রকার ঘরের মাঠ। বাংলার হয়েই খেলেন তিনি। সেখানেও ম্যাজিক দেখাতে চান বলে জানালেন শামি। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের বোলারেরা দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”
আরও পড়ুন: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
শামির রেকর্ড
বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা মোট ৪৪। শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা হল ৪৫টি। একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার ৫ উইকেট শিকারীও হলেন শামি। হরভজন সিং, জভাগল শ্রীনাথ ৩বার করে ৫ উইকেটের রেকর্ড টপকে চতুর্থবার ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন মহম্মদ শামি। ওডিআই ক্রিকেটে দ্বিতীয়বাপ টানা তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শমি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির শুধু শামির নামে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours