মাধ্যম নিউজ ডেস্ক: চেন্নাইয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ধুন্ধুমার যুদ্ধের পারদ চড়ছে গত কয়েকদিন ধরেই। তিন ফরম্যাটেই একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে অজিদের। ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার ষষ্ঠবার একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতও ঘরের মাঠে চিরকালই সেরা। তার উপর এখন তিন ফরম্যাটের ক্রিকেটেই এক নম্বর দল ভারত।
হার্দিকের চোট
তবে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগে একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ডেঙ্গি হওয়ায় প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের। এরই মধ্যে অনুশীলনে চোট পেলেন হার্দিক পান্ডিয়া। যদিও, ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই। হার্দিককে ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশের পরিকল্পনা করছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। ২৯ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গিলের পরিবর্তে কে
শুভমন গিল প্রসঙ্গে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'না, ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই। অবশ্যই ও অসুস্থ। কিন্তু আমরা প্রত্যেকেই আগে মানুষ। আমি অধিনায়ক হিসেবে ভাবছি না। আগে মানুষ হিসেবে চাই গিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। অবশ্যই চাই কালকের ম্যাচ খেলুক। ও যুব ক্রিকেটার খবু দ্রুত সুস্থ হয়ে উঠবে।' শুভমান গিল না খেললে ওপেনিংয়ে রোহিতের ডেপুটি কে হবেন? রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষানকে দেখতে পাওয়ার সম্ভবনা প্রবল। শনিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ঈশান কিষাণ। ফলে রবিবার প্রথম ম্যাচে গিলের সম্ভাবনা নেই বললেই চলে। তারকা ক্রিকেটার এখনও পুরো ফিট হতে পারেননি। যা উদ্বেগে রেখেছে ভারতীয় দলকে।
আরও পড়ুন: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস
কী বললেন দ্রাবিড়
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে ম্যাচের আগে রাহুল দ্রাবিড় বললেন, 'আমি সত্যি কথা বলছি যে ম্যাচ শুরু হওয়ার পর এই দলের দায়িত্ব সম্পূর্ণভাবে অধিনায়কের উপর থাকে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও অধিনায়কের হাতেই থাকে। মাঠের মধ্যে অধিনায়ক একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করতে থাকেন। একজন কোচ হিসেবে আমার দায়িত্ব ছিল, এই দলটাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে দেওয়া। এবার ক্রিকেটারদের উচিত নিজেদের খেলা উপভোগ করা এবং নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করা। দলে কারা থাকবেন তা রোহিতই ঠিক করবেন।'
ম্যাচের খুঁটিনাটি
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব/শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড
কখন, কোথায় ম্যাচ দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours