ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

পাকিস্তান বিশ্বকাপ না খেললে যোগ্যতা অর্জন পর্ব থেকে তৃতীয় দল!
worldcup_ind
worldcup_ind

মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থবার বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর ভারতে বসতে চলেছে। তবে এই প্রথমবার তারা এককভাবে এই টুর্নামেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। তবে, এ দেশে খেলতে আসতে আপত্তি রয়েছে পাকিস্তানের। তিনটি ম্যাচের কেন্দ্র নিয়ে আইসিসির কাছে তারা যে আবেদন করেছিল তা মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। তাই বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাক সরকার অনুমতি না দিলে ভারতে আসবেন না বাবর আজমরা।

পাকিস্তান না এলে

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্বজয়ের (ODI World Cup 2023) যুদ্ধ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আইসিসি (ICC) সূত্রে খবর, যদি শেষপর্যন্ত পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও একটি দল মূল পর্বে খেলবে। এমনিতেই যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পাকিস্তান না খেললে পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় দলও বিশ্বকাপে খেলবে। সে ক্ষেত্রে পাকিস্তানের সূচিই নতুন দলের সূচি হিসাবে ধরা হবে। অর্থাৎ, পাকিস্তানের যে দিন যার বিরুদ্ধে খেলার কথা, সে দিন তার বিরুদ্ধে খেলবে সেই নতুন দল।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

সুযোগ পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের (ODI World Cup 2023) যোগ্যতা অর্জনকারী পর্বের দিকে চোখ রাখলে দেখা যাবে, এই টুর্নামেন্টর দুই ফাইনালিস্ট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের জন্য় ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ওমান। আপাতত যা পরিস্থিতি, তাতে ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আদৌ আসন্ন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ গ্রুপ পর্বে তারা ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরে গিয়েছে। আর শূন্য পয়েন্ট নিয়ে তারা সুপার সিক্স পর্বে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের হাতে ২ পয়েন্ট করে রয়েছে। তবে পাকিস্তান না খেললে একটা সুযোগ আসতে পারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles