Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন।
What-Is-WhatsApp-Featured
What-Is-WhatsApp-Featured

মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের 'অনলাইন স্টেটাস' (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে "সেটিংস" কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে "সেটিংস" -এ ক্লিক করুন।

২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

৩। তারপর যান প্রাইভেসিতে।

৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন 'নোবডি' বলে একটি অপশন।

৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles