মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপকেই (Whatsapp) ভরসা করেন। কারণ ব্যবহারকারীদের বহু সুবিধা প্রদান করে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপ প্রদত্ত বহু সুবিধার মধ্যে অন্যতম জনপ্রিয় হল চ্যাট ব্যাক-আপ (Chat backup)। আপনার গুরুত্বপূর্ণ চ্যাট হিস্ট্রি (Chat History) আপনি সেভ করে রাখতে পারবেন গুগল ড্রাইভে (Google Drive)। নিজের ইচ্ছে মতো চ্যাটের দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিস্ট্রি সেভ করে রাখতে পারবেন আপনি। ধাপে ধাপে জেনে নিন কী করে সেভ করবেন চ্যাট হিস্ট্রি।
আরও পড়ুনঃ কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?
১। প্রথমে মেইন স্ক্রিনে তিনটি ডটের আইকনটিতে ক্লিক করুন।
২। সেখান থেকে সেটিংস-এ যান। 'চ্যাট' অপশনটিতে যান। সেখান থেকে 'চ্যাট ব্যাকআপ' (Chat Backup)। গুগল ড্রাইভকে ব্যাকআপ নেওয়ার জন্যে সিলেক্ট করুন।
৩। 'নেভার' বাদে অন্য যেকোনও ব্যাকআপ ফ্রিকুয়েন্সিকে সিলেক্ট করুন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিসেবে ব্যাকআপ রাখতে পারবেন আপনি। আপনি যখন চাইবেন ফোন তখনই একমাত্র ব্যাকআপ নেবে এমন সুবিধাও আছে। সেক্ষেত্রে "Only when I tap Back up" অপশনটিতে ক্লিক করতে হবে।
৪। কোন গুগল অ্যাকাউন্টে আপনি চ্যাট হিস্ট্রি রাখতে চান তা সিলেক্ট করুন।
৫। আপনার যদি ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 'অ্যাড অ্যাকাউন্ট' অপশনটিতে যান এবং লগ-ইন অপশনটিতে যান।
৬। ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কোন নেটওয়ার্কটি ব্যবহার করতে চান এবার সেটা সিলেক্ট করুন।
মনে রাখবেন মোবাইল ডেটায় (Mobile Data) ব্যাকআপ নিতে গেলে প্রচুর ডেটা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। ওয়াই-ফাই (Wi-fi) নেটওয়ার্কে ব্যাকআপ নেওয়াই শ্রেয়।
যেহেতু একটি 'থার্ড পার্টি সার্ভারে' হিস্ট্রি রাখছেন তাই ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কিছু সুরক্ষাও অবলম্বন করার সুবিধা রয়েছে।
আরও পড়ুনঃ মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন
জেনে নিন কী করবেন।
১। হোয়াটসঅ্যাপে গিয়ে পরপর এই অপশনগুলো ক্লিক করুন। সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকআপ> এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ
২। 'টার্ন অন' বলে একটি অপশন পাবেন।
৩। পাসওয়ার্ড তৈরি করুন বা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি তৈরি করুন।
৪। ব্যাকআপকে 'এন্ড টু এন্ড এনক্রিপটেড' করতে ক্রিয়েট- এ ক্লিক করুন।
+ There are no comments
Add yours