Aadhaar Card: আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? আজই জেনে নিন

একটি পোর্টাল থেকে আপনারা সহজেই নিজের আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকা সব মোবাইল নম্বরের তালিকা দেখে নিতে পারবেন।
853625-how-many-numbers-can-be-purchased-with-one-aadhaar-card
853625-how-many-numbers-can-be-purchased-with-one-aadhaar-card

মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ড (Aadhaar Card) ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে কখনও কখনও এই আধার কার্ডের ফলে অনেকে সমস্যায় পড়তে পারেন আপনি। কারণ অনেক সময়েই একজনের আধার কার্ড ব্যবহার করে অপরিচিত কারও সিম তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। যা আইনত অপরাধ। আপনারা জানেন যখন কোনও সিম কিনতে যান তখন আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে লাগে ও এছাড়াও বর্তমানে ফোন নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাও বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু আপনি কি জানেন, একটি আধার কার্ড দিয়ে মোট কতগুলো সিম কার্ড তোলা যায়, অথবা আপনার আধার দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো?

আরও পড়ুন: বাড়ি বসেই আধারের ফেস অথেন্টিকেশন, নতুন সুবিধা নিয়ে হাজির ইউআইডিএআই

ভারতের টেলিকম নিয়ম অনুযায়ী, একটি আধার কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ৯টি সিম কার্ড ব্যবহার করতে পারেন। একটি পোর্টাল থেকে আপনারা সহজেই নিজের আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকা সব মোবাইল নম্বরের তালিকা দেখে নিতে পারবেন। তাই, আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করলে তা আপনি জেনে নিতে পারবেন ও কোনও বিপদ হওয়ার আগেই সতর্ক হয়ে যেতে পারবেন। আপনার আধার দিয়ে অন্য কেউ কিছু বেআইনি কাজ করছে কিনা সেই তথ্য আপনার জানা দরকার। টেলিকমের একটি ওয়েবসাইট থেকেই জানা যাবে যে একটি আধার কার্ড ব্যবহার করে মোট কটি মোবাইল নম্বর কানেক্ট করা আছে।

আপনার আধার দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে, কীভাবে জানবেন?

  • প্রথমেই টেলিকমের TAFCOP ওয়েবসাইটে যান।
  • এই ওয়েবসাইটে আপনার আধার নম্বরটি দিন এবং এরপরেই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।
  • সেই ওটিপি দিয়ে ওয়েবসাইটে দিয়ে লগ-ইন করুন।
  • এপররেই স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে  আপনার আধার কার্ড ব্যবহার করে যত ফোন নম্বর অ্যাক্টিভ করা হয়েছে, সেই তালিকা দেখে নেওয়া যাবে।
  • এরপরে যদি আপনি কোনও বেআইনি নম্বর দেখে থাকেন তবে আপনি সেই নম্বরটিকে ব্লকও করতে পারবেন।

আরও পড়ুন: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles