মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আরও তীব্র হল ইসরায়েলি সেনার সঙ্গে প্যালেস্টাইন গ্রুপ হামাসের সংঘর্ষ (Israel Palestine)। এদিনের সংঘর্ষে দু’ পক্ষে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা কঠিন এবং দীর্ঘ মেয়াদি লড়াইয়ের মধ্যে রয়েছেন।
মর্টার হানা
ইসরায়েল ও প্যালেস্টাইনের এই সংঘাতে ঢুকে পড়ল হেজবোল্লা। লেবাননের বিতর্কিত শীবা ফার্মস এলাকায় ইজরায়েলি বাহিনীর উদ্দেশে মর্টার ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় ইসরায়েল। তার জেরেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩শো জনের। কেবল গাজায়ই নিহত হয়েছেন ২৫৬ জন। ঘনঘন আছড়ে পড়ছে ইজরায়েলি রকেট। ভেঙে পড়ছে বাড়িঘর। দু পক্ষেই পণবন্দি করা হয়েছে বহু মানুষকে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, প্যালেস্তানীয় যোদ্ধাদের বন্দি করেছেন তাঁরা। আবার হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের পণবন্দি করেছে তারা। তবে কোন পক্ষ কতজনকে বন্দি করেছে, তা জানা যায়নি।
ইসরায়েলের পাশে ভারত, ব্রিটেন, আমেরিকা
হামাস এবং ইসরায়েলের এই সংঘাতে (Israel Palestine) ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক এক্স হ্যান্ডেলে লেখেন, “এই নৃশংতার বর্বরতার বিরুদ্ধে আমরা। ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। পূর্ণ সমর্থন রয়েছে।” ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও।
আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!
অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “বিশ্ব এখন এক বিভীষিকাময় চিত্র দেখছে। ইসরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা হয়ে চলেছে। হামাস জঙ্গিগোষ্ঠী শুধু ইসরায়েলি সেনাদেরই নয়, রাস্তায় হেঁটে চলা সাধারণ মানুষকেও হত্যা করে চলেছে। এর কোনও যুক্তি নেই। ইসরায়েল সব অধিকার দিয়েই এই লড়াইকে শেষ করুক। সব বন্ধ হওয়া প্রয়োজন (Israel Palestine)।
প্রসঙ্গত, শনিবার সাত সকালে আচমকাই ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও আশপাশে শুরু হয়ে যায় রকেট হামলা। অভিযোগ, হানাদারির নেপথ্যে রয়েছে প্যালেস্তাইনের মদতপুষ্ট হামাস বাহিনী। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, তাদের ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ হাজারেরও বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours