Asad Rauf: প্রয়াত পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও-তে লাহোরের লান্ডা বাজারে একটি জুতোর দোকানে তাঁকে জুতো বিক্রি করতে দেখা যায়।
asadumpirefb-story_647_021216072947
asadumpirefb-story_647_021216072947

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন পাকিস্তানের (Pakistan) বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের জনপ্রিয় আম্পায়ার। বুধবার রাতে লাহোরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে জানা যায়।

১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেছিলেন রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। এর আগে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলের অংশ ছিলেন তিনি। তিনি তাঁর জীবনের ১৩ বছর মোট ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। তিনি আম্পায়ার হিসেবে ৬৪ টি টেস্ট, ১৩৯ টি ওয়ানডে, ২৮ টি টি-টোয়েন্টি এবং ১১ টি মহিলাদের টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইপিএল ম্যাচ সহ ৪০ টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৬ টি লিস্ট এ ম্যাচ এবং ৮৯ টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন আসাদ।  

আরও পড়ুন: মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তান-আফগানিস্তান বিরোধ, কোন দেশ দিচ্ছে আশ্রয়?

তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। এছাড়াও তিনি মিডল অর্ডার ব্যাটার হিসেবেও সফল ছিলেন। রউফ ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৪২৩ রান করেছেন। তিনি ৪০টি লিস্ট এ ম্যাচ খেলে ৬১১ রান করেন।

পাকিস্তানের এই জনপ্রিয় আম্পায়ার নানা বিতর্ক থেকে দূরে ছিলেন না। কারণ ২০১৩ সালে আইপিএল-এ 'স্পট ফিক্সিং' (IPL Spot Fixing) কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরেই ২০১৬ সালে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই। ফলে এরপর তাঁর আম্পায়ারিং কেরিয়ার অকালে শেষ হয়ে যায়। এছাড়াও এক মডেলর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফলে তখনও তাঁর বিরুদ্ধে নানারকমের অভিযোগ ওঠে। এরপর কিছু মাস আগেই তিনি আবার খবরের শিরোনামে এসেছিলেন। একটি ভাইরাল ভিডিও-তে লাহোরের লান্ডা বাজারে একটি জুতোর দোকানে তাঁকে জুতো বিক্রি করতে দেখা যায়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যুর খবর এল। তাঁর মৃত্যুতে অনেকেই ট্যুইটে শোক জ্ঞাপন করেছেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles