মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (FIFA World Cup) আজেন্টিনার মত শক্তিশালী ফুটবল দেশকে হারিয়ে পুরো বিশ্ববাসীর তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব। কারোর কখনও কল্পনাতেই আসেনি যে, গতকাল মেসি তাঁর দলকে জয় এনে দিতে পারবেন না। ফুটবলপ্রেমীরা বলছেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা অঘটন এটি। তবে অঘটন ঘটানো দেশ সৌদি আরবের জয়ের আনন্দে মেতে উঠেছেন সেই দেশের জনগণ। আর এই ঐতিহাসিক জয় উদযাপন করতে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব। জয়ের উপহার দিল জাতীয় ছুটি! অর্থাৎ আজ, ২৩ নভেম্বর সৌদি আরবে সরকারি ছুটি ঘোষণা করেছেন সৌদি আরবের রাজা সলমন।
ছুটি ঘোষণা রাজার
মেসিদের হারানোর (FIFA World Cup) পরই সেদেশের সাধারণ জনগণ সৌদির রাস্তায় নেমে তাঁদের জয় উদযাপন করছেন। আনন্দে আত্মহারা হয়ে উঠেছে সেদেশের ছোট শিশু থেকে মধ্যবয়স্ক ফুটবলপ্রেমী সবাই। সবাই মেতেছেন আনন্দে। আর এই জয়ে সামিল হয়েছে সেদেশের রাজা মহম্মদ বিন সলমন। ফলে তিনি সারা দেশ জুড়ে জাতীয় ছুটির ঘোষণা করেছেন।
শুধু সরকারি নয়। বেসরকারি প্রতিষ্ঠানেও আজ ছুটি। সৌদির রাজা সলমন বলেছেন যে, স্কুলও বন্ধ থাকবে। এখন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। অনেক স্কুলে আজকেও ছিল পরীক্ষা। সেক্ষেত্রে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ যেন ওইদিনের পরীক্ষা অন্য কোনও দিন নিয়ে নেন (FIFA World Cup) ।
আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা
সৌদির জয় দেশজুড়ে উদযাপন
সে দেশে বলা হচ্ছে, সৌদির ছেলেরা আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখেছেন (FIFA World Cup)। তাই তার উদযাপনও হবে দেশজুড়ে। ম্যাচের শুরুতে বোঝা যায়নি যে, সৌদি ম্যাচের রং বদলে দেবে। আর এই জয়ের পরে উচ্ছাসে মেতে উঠেছে রাজধানী রিয়াদও। ম্যাচ শেষ হতেই সবাই নাচতে নেমে পড়েন রাস্তায়। গোল করে ঘুরে ঘুরে রাস্তায় নাচতে শুরু করেন। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় সবাই নামেন। গাড়ি চড়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েন জয় উদযাপন করতে।
গতকালের ম্যাচ
প্রথমের দিকে তেমন ভালো খেলতে শুরু না করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যায় সৌদি আরব। এক গোলের পরেই থমকে যায় আর্জেন্টিনা। এরপরেই ম্যাচের হাফটাইম থেকে দুটি গোল করেন সালেহ আল-শেহরি এবং আল-দাওয়াসারি। শেষে অবিশ্বাস্য ২-১ গোলে আর্জেন্টিনাকে হারায় সৌদি।
+ There are no comments
Add yours