FIFA World Cup 2022: আজ শুরু কাতার বিশ্বকাপ, ভারত থেকে কখন খেলা দেখা যাবে জানেন?

বিশ্বকাপে খেলবে ৩২টি দল...
qatar_stadium
qatar_stadium

মাধ্যম নিউজ ডেস্ক: চার বছরের অপেক্ষার অবসান। আজ, রবিবার শুরু হতে চলেছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবার আয়োজক দেশ কাতার। এর আগেরবার বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়, ২০১৮ সালে।

কাতারই প্রথম...

উল্লেখ্য যে, কাতারই প্রথম আরব দুনিয়ার কোনও দেশ, যারা আয়োজন করছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ উপলক্ষে লাখো লাখো ক্রীড়াপ্রেমী ভিড় জমাবেন মধ্য প্রাচ্যের এই দেশটিতে। এবার বিশ্বকাপে (World Cup) খেলছে ৩২টি দল। খেলা হবে ৬৪টি ম্যাচ। এই ৩২টি দেশের দলের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে একটি মাত্র দেশকে। কাতারে যে ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে, তা ভারত থেকে লাইভ দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত সাড়ে ৮টায়, রাত সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়।  

বিশ্বকাপের টেলিকাস্টিংয়ের ব্রডকাস্ট রাইটস কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম ১৮ মিডিয়া। খেলা সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এই চ্যানেলটি এসডি এবং এইচডি লাইভ ব্রডকাস্ট দেখাবে। ধারা বিবরণী শোনা যাবে ইংরেজি এবং হিন্দিতে। যাঁরা ফোন কিংবা ল্যাপটপে ফিফা ওয়ার্ড কাপের ম্যাচগুলি দেখতে চান, তাঁরা লাইভ ম্যাচ দেখতে পাবেন রিলায়েন্স জিও সিনেমা অ্যাপে।

আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

ফিফা ওয়ার্ল্ড কাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী ম্যাচটি হবে কাতারের আল বায়াত স্টেডিয়ামে। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কাতারে খেলা শুরু হবে রাত্রি সাড়ে ৯টায়। তার আগে হবে বিরাট জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেবেন বিটিএসের জুং কুক এবং মরক্কো-কানাডিয়ান অভিনেত্রী নোরা ফতেহি। গ্রুপ ম্যাচ শুরু হবে কাতার বনাম ইকুয়েডরের মধ্যে দিয়ে। এর পর থকে পর পর ম্যাচগুলি দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত্রি সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়। গ্রুপ স্টেজের শেষ আটটি ম্যাচ খেলা হবে ভারতীয় প্রমাণ সময় রাত্রি সাড়ে ৮টায়। গ্রুপ স্টেজের ম্যাচ শেষে জয়ী দলগুলি ১৬ রাউন্ডের খেলায় অংশ নিতে পারবে। এই রাউন্ডের খেলা শুরু হবে ডিসেম্বরের ৩ তারিখ থেকে। এখান থেকেই শুরু হবে নকআউট পর্বও। বিশ্বকাপের ((FIFA World Cup 2022)) কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এই খেলাগুলি হবে ভারতীয় প্রমাণ সময় রাত্রি সাড়ে ৮টা এবং রাত্রি সাড়ে ১২টায়। ডিসেম্বরের ১৮ তারিখে হবে ফাইনাল খেলা। খেলা শুরু হবে রাত্রি সাড়ে ৮টায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles