Fifa World Cup: বিশ্বকাপের প্রাইজ মানি কত জানেন?

বিশ্বকাপের পুরস্কার মূল্য শুনলে চোখ কপালে উঠবে আপনার...
fifa-2022-world-cup-logo-qatar_z5t4wjudq9ty1mh5kqpn38ott
fifa-2022-world-cup-logo-qatar_z5t4wjudq9ty1mh5kqpn38ott

মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। এখন চর্চায় কাতার ফুটবল বিশ্বকাপ। আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। এবার আয়োজক দেশ কাতার। এর আগেরবার বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়, ২০১৮ সালে। এবার বিশ্বকাপে (Fifa World Cup) খেলছে ৩২টি দল। খেলা হবে ৬৪টি ম্যাচ। এই ৩২টি দেশের দলের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে একটি মাত্র দেশকে। কাতারে যে ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে, তা ভারত থেকে লাইভ দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত সাড়ে ৮টায়, রাত সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়। 

বিশ্বকাপের প্রাইজমানি কত জানেন?

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। কাতার, আরবের এই দেশটিতে টাকা-পয়সার যে কোনও কমতি নেই তা সর্বজন বিদিত। এবার পুরস্কার মূল্য আগেরবারের থেকেও অনেকটাই বেশি। ফিফার তরফে এবার পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে মোট ৪৪ কোটি ডলার (৩৫৭৩ কোটি ভারতীয় টাকা)। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে।

আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের পুরস্কার মূল্য মাথা পিছু ৯০ লক্ষ ডলার (৭৪ কোটি টাকা)। প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় পৌঁছনো দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার (১০৬ কোটি টাকা)। শেষ আটে উঠলে পাওয়া যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার (১৩৮ কোটি টাকা)। চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২৫ মিলিয়ন ডলার (২০৪ কোটি টাকা)। তৃতীয় স্থানে পৌঁছনো দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার (২২০ কোটি টাকা)। ফাইনালে যে দল হারবে অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ৩০ মিলিয়ন ডলার (২৪৫ কোটি টাকা)। প্রথম স্থানে থাকা বিশ্বকাপজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৪৪  কোটি টাকা)।   

বিশ্বকাপের টেলিকাস্টিংয়ের ব্রডকাস্ট রাইটস কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম ১৮ মিডিয়া। খেলা সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এই চ্যানেলটি এসডি এবং এইচডি লাইভ ব্রডকাস্ট দেখাবে। ধারা বিবরণী শোনা যাবে ইংরেজি এবং হিন্দিতে। যাঁরা ফোন কিংবা ল্যাপটপে ফিফা ওয়ার্ড কাপের ম্যাচগুলি দেখতে চান, তাঁরা লাইভ ম্যাচ দেখতে পাবেন রিলায়েন্স জিও সিনেমা অ্যাপে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles