England ODI Record: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

জেনে নিন কী কী ইতিহাস গড়ল ইংল্যান্ড..
4e884cc02bebd75d0eaadd7fa110a9db
4e884cc02bebd75d0eaadd7fa110a9db

মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড (England)। নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলে ৪ উইকেটে ৪৯৮ রান করে জয়লাভ করে অইন মর্গ্যান (Eoin Morgan)-এর দল। শতরান করেন তিন জন।

[tw]

[/tw]

আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

শুধু তাই নয়, এদিন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিল ইংল্যান্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। এক দিনের ক্রিকেটে এত দিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

[tw]

[/tw]

এদিনের ম্যাচে জস বাটলারকে (Jos Buttler)  এক অন্য রূপেই দেখা যায়। তিনি এদিন ৭০ বলে ১৬২ রান করেন। তিনি এদিন দ্রুততম ১৫০ রান করে একদিনের ম্যাচের ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি সাতটি চার এবং ১৪টি ছয় মারেন। ছয় নম্বরে নেমে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ১৭ বলে ৫০ রান করেন যা ইংল্যান্ডের একদিনের ম্যাচে  দ্রুততম ৫০ রান করে এক ইতিহাস তৈরী করেছে। তিনি মোট ২২ বলে ৬৬ রান করেন।

আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

নেদারল্যান্ডের বিরুদ্ধে ওপেনার জেসন রয় (Jason Roy) ব্যর্থ হলেও পরে  রান তোলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ফিল সাল্ট ( Phil Salt) ৯৩ বলে ১২২ রান করেছেন। দাউইদ মালান (Dawid Malan) করেছেন ১০৯ বলে ১২৫ রান। এই ম্যাচে অধিনায়ক অইন মর্গ্যান কোনও রান করতে ব্যর্থ হন। সাল্ট ও মালান একসঙ্গে জুটিতে ২২২ রান করেছেন। আবার মালান ও বাটলার জুটিতে ওঠে ১৮৪ রান। এই ম্যাচে প্রতি ওভারে গড়ে ৯.৯৬ রান করেছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles