Earthquake: বঙ্গোপসাগরে ভূমিকম্প! ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল বাংলাদেশের একাধিক এলাকা

Earthquake: সকাল ৮টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
earthquake
earthquake

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকাল সকাল ভূমিকম্প অনুভূত হল বঙ্গোপসাগরে (Earthquake)। সকাল ৮টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প

ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে (Earthquake)। ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভারতের একদম কাছেই। এনসিএস সূত্রের খবর, এদিন সমুদ্রগর্ভে ছড়িয়ে পড়া কম্পনের তীব্রতা অনুভব করা গেছে অন্যান্য জায়গাতেও। তবে ভারতে তেমন কম্পন অনুভূত হয়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৫২, এবার কেঁপে উঠল সলোমনও

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে স্থলভাগের উপর তেমন কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাধারণত এই ক্ষেত্রে সুনামির সম্ভাবনা থেকে থাকে। তবে এই স্বল্প মাত্রার তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনও আশঙ্কাও নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা (Earthquake)।

অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে,  সোমবার সকালে অরুণাচল প্রদেশেও ভূমিকম্প (Earthquake) হয়েছে। সকাল ৭টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৩.৩। অরুণাচল প্রদেশের চ্যাংলাং থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছিল (Earthquake)।

আরও পড়ুন: ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ২৬৮

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles