E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

নিলামে ওঠা জিনিসের মূল্য শুরু ১০০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা।
E_Auction
E_Auction

মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম (E Auction) করা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাওয়া ১২০০ টি উপহার। আজ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন (Narendra Modi)। তাই এই বিশেষ দিনকেই বেছে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর পাওয়া মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় উপহারগুলির অনলাইনে নিলামের চতুর্থ সংস্করণের আয়োজন করছে।   

এই নিলাম ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন মন্ত্রী, জি কিষাণ রেড্ডি বলেছেন, “২০১৯ সালে এই আইটেমগুলি খোলা নিলামে সাধারন মানুষের জন্য নিলাম করা হয়েছিল। সেই সময়ে প্রথম রাউন্ডে ১৮০৫ টি উপহার নিলামে রাখা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে ২৭৭২ টি উপহার সামগ্রী নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালে, সেপ্টেম্বরেও অনলাইনে নিলামে আয়োজন করা হয়েছিল এবং আমাদের নিলামে ১৩৪৮ টি আইটেম ছিল। এই বছর প্রায় ১২০০ টি স্মারক ও উপহার সামগ্রী ই-নিলামে রাখা হয়েছে। স্মারকগুলি প্রদর্শন করা হয়েছে ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, নয়াদিল্লিতে। এই আইটেমগুলি ওয়েবসাইটেও দেখা যাবে।”

আরও পড়ুন: 'সিট অন ল্যাপ' প্রতিবাদের জের, তিরুবন্তপুরমে তৈরি হবে নতুন লিঙ্গ নিরপেক্ষ বাসস্ট্যান্ড 

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নিলামের স্মৃতিচিহ্নগুলির মধ্যে রয়েছে চমৎকার চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস সাধারণত উপহার হিসেবে দেওয়া হয়, যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্রম, শাল, হেডগিয়ার, তলোয়ার। অন্যান্য স্মারকগুলির মধ্যে রয়েছে অযোধ্যার শ্রী রাম মন্দির এবং বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপি এবং মডেল। আমাদের স্পোর্টস মেমোরাবিলিয়ার একটি গুরুত্বপূর্ণ বিভাগও রয়েছে।” 

নিলামের অর্থ কোথায় যাবে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গা নদীকে দেশের জীবনরেখা সংরক্ষণের একটি মহৎ উদ্দেশ্যে তিনি তাঁর প্রাপ্ত সমস্ত উপহার নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সকলকে নিলামে উদারভাবে অংশগ্রহণ করার এবং মহৎ মিশনে অবদান রাখার জন্য অনুরোধ করছি।”

আরও পড়ুন: ৭০ দশক পর চিতা ফিরল দেশে, ছাড়া হল কুনো জাতীয় উদ্যানে

নিলামে ওঠা জিনিসের মূল্য শুরু ১০০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা। যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷ এবার অনেক ধরনের সামগ্রী রয়েছে নিলামের জন্য ৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি হল রামমন্দির (Ram Mandir) ও কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) রেপ্লিকা ৷ এছাড়া রয়েছে কমনওয়েলথ গেমস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারও ৷

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles