মাধ্যম নিউজ ডেস্ক: সমুদ্র পারেও পালিত হল দীপাবলি। হোয়াইট হাউসে ধূমধাম করে দীপাবলির (Diwali) অনুষ্ঠানের আয়োজন করা হল। নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দীপাবলি পালন করা হলেও প্রথমবার এত জাঁকজমক চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ বিশিষ্ট জনেরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আতসবাজি ফাটাতেও দেখা গিয়েছে।
In celebration of the Festival of Lights, President Biden and the First Lady hosted a Diwali reception at the White House. pic.twitter.com/3kGqCgEebK
— The White House (@WhiteHouse) October 25, 2022
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “গোটা বিশ্ব জুড়ে প্রায় একশো কোটি মানুষ আজ দিওয়ালির উৎসব পালন করছেন। মন্দকে পরাজিত করে ভালো-র জয় উদযাপন করতে প্রদীপ জ্বালিয়েছেন সকলে। দিওয়ালির দিনে অজ্ঞানতা আর অন্ধকারের বিনাশ ঘটে। জয়ী হয় আলো আর জ্ঞান।” ভারতীয় বংশোদ্ভূত কমলা আরও বলেছেন, “দিওয়ালির দিনে জগতের সমস্ত আলোকিত বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। অশুভ শক্তি যতই আমাদের হিংসার দিকে ঠেলে দিক না কেন, আমরা যেন শুভবুদ্ধির আলো সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।”
To everyone celebrating the Festival of Lights here in the United States and around the world, happy Diwali! pic.twitter.com/0DPlOaqhMO
— Vice President Kamala Harris (@VP) October 24, 2022
অন্তত ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের (White House) এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। নাচ গানে ছিল ভারতের ছন্দ, তাল, সুর। হোয়াইট হাউসে উপস্থিত সকলেই সামিল হয়েছিলেন এই আনন্দ উৎসবে। বলিউডের গানে নাচ আর ভারতীয় সেতারবাদক ঋষভ শর্মার সুরের মূর্চ্ছনায় ভরে ওঠে সন্ধ্যা। ভারতীয় পোশাকেই সেজে উঠেছিলেন অতিথিরা। ছিল ভারতীয় ভোজনের ব্যবস্থা। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। কোভিড পরবর্তী সময়ে আমেরিকাকে এগিয়ে নিয়ে যেতে ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির ভূমিকা অনস্বীকার্য, এমনটাই মত বাইডেনের। তিনি বলেছেন, “সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।”
+ There are no comments
Add yours