মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া ডিএ-র (DA) দাবিতে এ রাজ্যে সরকারি কর্মীদের আন্দোলনের আজ, শনিবার শততম দিন। অনেক কাঠখড় পুড়িয়ে এদিনই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাড়ায় মিছিল করেছেন আন্দোলনকারীরা। এহেন আবহে ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ১ জুলাই থেকেই ৩ থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ দিতে পারে কেন্দ্র। চলতি বছরই মার্চ মাসে একবার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদির সরকার। সপ্তম পে কমিশনের সুপারিশ মতো বর্ধিত বেতনও পেতে শুরু করেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তার পর দু মাস পেরতে না পেরতেই ফের একপ্রস্ত বাড়তে চলেছে ডিএ। প্রসঙ্গত, বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পান সরকারি কর্মীরা।
ফের বাড়ছে ডিএ (DA)...
মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসেবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ (DA) দেয় সরকার। নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি ও জুলাই এই দুই মাসে সংশোধিত হয় ডিএ। সরকারি কর্মীদের মূল বেতনের ওপর ভিত্তি করে দেওয়া হয় ডিএ। যাঁরা পেনশনভোগী তাঁদের ডিএ দেওয়া হয় মূল পেনশনের ওপর ভিত্তি করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর নির্ভর করে এই ডিএ বৃদ্ধির পরিমাণ। শ্রমমন্ত্রক কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল ০.১ পয়েন্ট।
আরও পড়ুুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান
এপ্রিলে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের রিপোর্টে দেখা গিয়েছে, মার্চ মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বেড়েছে ০.৬ পয়েন্ট। প্রত্যাশিতভাবেই ফের বাড়তে চলেছে ডিএ। সপ্তম পে কমিশনের সুপারিশে ডিএ আরও ৩ থেকে ৪ শতাংশ বাড়বে বলে সূত্র মারফত খবর। বর্তমানে দেশে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন ৪৭.৫৮ লক্ষ। আর পেনশনভোগীর সংখ্যা ৬৯.৭৬ লক্ষ।
বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ (DA) দেয় কেন্দ্র। অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকারও কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। কিছু দিন আগেই ঝাড়খণ্ড সরকারও সে রাজ্যের সরকারি কর্মীদের ৪২ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের সরকারও সে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে ৩ শতাংশ। যার জেরে ওই রাজ্যের কর্মীরা বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours