IPS Rajib kumar : পুলিশে ফের সক্রিয় রাজীব কুমার, তিনিই কি পরবর্তী ডিজি?

হঠাৎই রাজীব কুমারের সক্রিয় হয়ে ওঠার নেপথ্যে ফের চর্চা শুরু হয়েছে তা হলে পঞ্চায়েত ভোটের পর তিনিই কি হচ্ছেন রাজ্যের পরবর্তী ডিজি?
Rajeev-Kumar
Rajeev-Kumar

মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের কার্যকলাপে ফের সক্রিয় হয়ে উঠেছেন বিতর্কিত আইপিএস অফিসার রাজীব কুমার। কানাঘুষো শোনা যাচ্ছে, ইদানীং নাকি তাঁর পরামর্শেই চলছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। নবান্নের (Nabanna) খবর, গত দুই তিন বারের আইপিএস বদলিও হয়েছে রাজীব কুমারের অঙ্গুলিহেলনে। এমনকী সিআইডি প্রধানের পদ থেকে ছাঁটা পড়েছেন জ্ঞানবন্ত সিংহের মতো চোদ্দতলার এক প্রকার তল্পিবাহক অফিসারও। হঠাৎই রাজীব কুমারের সক্রিয় হয়ে ওঠার নেপথ্যে ফের চর্চা শুরু হয়েছে তা হলে পঞ্চায়েত ভোটের পর তিনিই কি হচ্ছেন রাজ্যের পরবর্তী ডিজি?

শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের সরকার পতনের পর নবান্ন রাজ্য গোয়েন্দা বিভাগ, সিআইডি, এসটিএফকে ফের বিরোধী দলের ব্লকস্তর পর্যন্ত নেতাদের ফোনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে। বাদ যাচ্ছে না শাসক দলের বেশ কিছু নেতার ফোনও। বিশেষ করে পুরনো তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ সমস্ত মন্ত্রী, সাংসদ, বিধায়কদের উপর রাজ্য গোয়েন্দা বিভাগই কড়া নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন: কেন অনুব্রতর বাড়িতে ডাক্তার? হাসপাতাল সুপারকে ধমক স্বাস্থ্য কর্তার, দায় নেবে না নবান্ন

রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান রাজীব মিশ্র নজরদারির দায়িত্বে থাকা অফিসারদের দেদার ফোন ট্যাপিংয়ের সঙ্গে এমন নির্দেশও দিয়েছেন যাতে নজরদারির কোনও নথি দফতরের সংগ্রহে না রাখা হয়। অর্থাৎ ফোন শোনার পর পরই কিছুদিনের মধ্যেই সেগুলি নষ্ট করে দিচ্ছে গোয়েন্দা বিভাগ। একইভাবে সক্রিয় হয়েছে সিআইডি এবং এসটিএফ। আইপিএস মহলের অনেকেই সেই কারণে মনে করছেন, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হতে চলেছেন রাজীব কুমার। তাই এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন। পুরনো নকশা মতোই কাজ শুরু করেছে রাজ্য পুলিশ।

নবান্নের খবর, বর্তমান ডিজি মনোজ মালব্য ২০২৩ এর ৩১ মে অবসর নেবেন। ডিজি হওয়ার প্রশ্নে সিনিয়রিটির  নিরিখে রাজ্যে কর্মরত অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজীব কুমার, রণবীর কুমার, রাজেশ কুমার, দেবাশিস রায় এবং জয়ন্ত বসু। আইপিএস কর্তাদের একাংশের ধারণা, রাজীব কুমার, রণবীর কুমার এবং রাজেশ কুমারের ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চাকরি রয়েছে। ফলে তাঁদের মধ্য থেকেই কেউ একজন পরবর্তী ডিজি হতে পারেন। বাঙালি কোনও অফিসারকে বসাতে হলে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামও ভাবতে পারে নবান্ন। কিন্তু পরবর্তী ডিজিই লোকসভা ভোট পরিচালনা করবেন, সে দিক থেকে মুখ্যমন্ত্রী বিশ্বস্ত লোককেই চাইবেন বলে ধরে নিচ্ছেন আইপিএসদের একাংশ।

আরও পড়ুন: ফের তলব এড়ালেন অনুব্রত, এবার কোন পথে হাঁটবে সিবিআই?

সারদা মামলায় এখন সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে রয়েছেন রাজীব কুমার। সিবিআই সর্বোচ্চ আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ করার জন্য তৎপর হতে পারে বলেও শোনা যাচ্ছে। কারণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ভাবে এগচ্ছে তাতে এসএসসি মামলার জাল কিছু গুটিয়ে আনার পর চিট ফান্ড, কয়লা, গরু পাচারের মামলাগুলিতেও সক্রিয় হবে বলে ধরে নেওয়া যায়। এখন রাজ্য গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ নবান্নর বিশ্বাসভাজন হিসাবে কাজ করছেন যে গুটিকয় আইপিএস তাঁদের কয়লা, গরু, চিটফাণ্ড কাণ্ডে যোগসূত্র রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নথি রয়েছে। ফলে পিঠ বাঁচাতেই বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাল্টা মামলা তৈরিতে মরিয়া তাঁরা। অনেকেই জানাচ্ছেন, রাজীব কুমারের পুলিশি কর্মকাণ্ডে ফের সক্রিয় হয়ে ওঠার পিছনে সে সবও কারণ থাকতে পারে। কারণ, তথ্য প্রযুক্তি সচিব হিসাবে নিযুক্ত থাকলেও তাঁর কাছে প্রতিদিনই বেশ কয়েকজন আইপিএস অফিসার দেখা করতে আসছেন। এমন দেখা করতে আসা কয়েকজন সম্প্রতি গুরুত্বপূর্ণ পোস্টিংও পেয়েছেন। ডিজি নবান্ন বা ভবানী ভবনে বসলেও ওয়েবেল ভবনই এখন পুলিশ মহলের নতুন ক্ষমতাকেন্দ্রে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগে পর্যন্ত রাজীব কুমার ঘনিষ্ঠ মহলে স্বেচ্ছাবসর নিয়ে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। তাঁর কৃতকর্মের জন্য আপেক্ষ করতেন। এখন সে সবের বালাই নেই বলেই শোনা যাচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন তাঁরই সতীর্থরা রাজীব কুমারকে ডেপুটি সিএম বলে মজা করতেন। পুলিশি সক্রিয়তা, রাজ্য পুলিশের বিরোধীদের উপর নজরদারি বেড়ে যাওয়ায় এখন আবার অনেকেই রাজীব কুমার পুরনো ভূমিকায় ফিরতে চাইছেন বলে মনে করছেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles