Commonwealth Games: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

আজ মেয়েদের হকি সেমিফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। অসিদের বিরুদ্ধে ম্যাচ জেতা মানেই পদক নিশ্চিত।
srisankar
srisankar

মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আপাতত পদক তালিকায় সপ্তম স্থানে (7th in medal tally) রয়েছে ভারতীয় দল। ইতিমধ্য়েই ছয়টি সোনা, সাতটি রুপো এবং সমসংখ্যক ব্রোঞ্জ মিলিয়ে মোট ২০টি পদক জিতে নিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে গতবার গোল্ড কোস্টে তৃতীয় স্থানে শেষ করলেও, গেমসের প্রথম সপ্তাহ শেষে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত।  প্রথম দুই স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারা যথাক্রমে ৫০টি সোনা-সহ মোট ১৩০ টি পদক ও ৪২টি সোনা-সহ মোট ১১৫টি স্বর্ণপদক জিতে অনেকের থেকেই এগিয়ে গিয়েছে। কানাডা ও নিউজিল্যান্ড যথাক্রমে পদক তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তবে আসন্ন দিনে ভারত পদক তালিকায় বেশ কিছুটা এগোতে পারে, বলে মনে করা হচ্ছে।

আজ, শুক্রবার চলতি কমনওয়েলথ গেমসের আট নম্বর দিন। এই আসরে এখনও পর্যন্ত নিষ্ফলা দিন কাটায়নি ভারত। রোজই দেশের ঝুলিতে এসেছে পদক। আজ থেকে নামবেন দেশের কুস্তিগীররা। বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিকদের থেকে দেশবাসীর প্রত্যাশা অনেক। এছাড়া রয়েছে মেয়েদের হকির সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতা মানেই পদক নিশ্চিত। রয়েছে টেবল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, অ্যাথলেটিক্সও। একনজরে অষ্টম দিনের ক্রীড়াসূচি: 

অ্যাথলেটিক্স

মেয়েদের ১০০ মিটার হার্ডলস (দুপুর ২:৫৬)

পুরুষদের ৪x৪০০ মিটার রিলে (নোয়া টম, জ্যাকব, নাগানাথন পান্ডি, মহম্মদ আনাস) বিকেল ৪.০৭

মেয়েদের লং জাম্প কোয়ালিফিকেশন (বিকেল ৪.১০)

মেয়েদের ২০০ মিটার সেমিফাইনাল- হিমা দাস (রাত ১২.৪৫)

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

ব্যাডমিন্টন

মেয়েদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ ম্যাচ- পিভি সিন্ধু বনাম হুসিনা কোবুগাবে (বিকেল ৩.৩০)

পুরুষদের সিঙ্গলস ম্যাচ – রাউন্ড অব ১৬ – কিদাম্বী শ্রীকান্ত বনাম দুমিন্দু অ্যাবেউইকরামা (বিকেল ৩.৩০)

পুরুষদের সিঙ্গলসের ম্যাচ – রাউন্ড অব ১৬ –  লক্ষ্য সেন (রাত ১১টা)

এছাড়া পুরুষ ও মহিলাদের ডাবলস ম্যাচ রয়েছে।

হকি

মেয়েদের সেমিফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (দুপুর ১২.৪৫)

স্কোয়াশ

মেনস ডাবলস – রাউন্ড অব ১৬- বিকেল ৫.১৫

মিক্সড ডাবলস –  কোয়ার্টার ফাইনাল (জ্যোৎস্না চিনাপ্পা ও হরিন্দর পাল সান্ধু) রাত ৮.১৫

ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (জ্যােৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল) রাত ১০.৩০

ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (অনাহত সিং-সুনয়না কুরুভিলা) রাত ১১.১৫

মিক্সড ডাবলস – কোয়ার্টার ফাইনাল (দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল) রাত ১২টা

আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

টেবল টেনিস

মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (মনিকা বাত্রা ও দিয়া চিতালে) বিকেল ৪.৩০

পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সাথিয়ান গণেশেখরন) বিকেল ৫.৪৫

পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (শরথ কমল)  বিকেল ৫.০০টা

পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সানিল শেট্টি) বিকেল ৫.৪৫

মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (সৃজা আকুলা-রীথ টেনিসন) রাত ৯.৩০

কুস্তি

পুরুষদের ১২৫ কেজি বিভাগ – মোহিত গারেওয়াল – বিকেল ৩.০০

পুরুষদের ৬৫ কেজি বিভাগ – বজরং পুনিয়া

মহিলাদের ৫৭ কেজি বিভাগ – অংশু মালিক

পুরুষদের ৮৬ কেজি বিভাগ – দীপক পুনিয়া

মহিলাদের ৬৮ কেজি বিভাগ – দিব্যা কাকরান

মহিলাদের ৬২ কেজি – সাক্ষী মালিক

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles