মাধ্যম নিউজ ডেস্ক: ডিডি ন্যাশনালে বছর কুড়ি আগে বিজ্ঞাপন আসত 'ঠান্ডা মতলব কোকাকোলা', সফট ড্রিঙ্কস হিসাবে কোকাকোলার (Cocacola) আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। জানা যাচ্ছে যে সফট ড্রিঙ্কসের এই সংস্থা ভারতের বাজারে এবার তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটাই প্রথম, এর আগে কোনওরকমের প্রযুক্তি ব্যবসায় কখনও দেখা যায়নি এই সংস্থাকে। মনে করা হচ্ছে যে স্মার্টফোনের ব্যাপক চাহিদার জন্যই কোকাকোলার এই সিদ্ধান্ত এবং ভারতে স্মার্টফোনের বাজার অনেক ব্যাপক। নামীদামী মোবাইল ফোন সংস্থাগুলির নজর তাই এদেশের বাজারে অনেকদিন ধরেই আছে।
কী কী থাকবে এই ফোনে
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে কোকাকোলা (Cocacola) ফোনের একটি ছবি শেয়ার করেছেন, তিনি লিখছেন কোকাকোলার (Cocacola) এই ফোন একটি স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছে।
[Exclusive] Here's the all new #Cola Phone 😍
— Mukul Sharma (@stufflistings) January 24, 2023
Can confirm that the device is launching this quarter in India.
Coca-Cola is collaborating with a smartphone brand for this new phone.
Feel free to retweet.#ColaPhone pic.twitter.com/QraA1EHb6w
তবে কোলাফোনের স্পেসিফিকেশন বা দাম এ সম্পর্কে এখনও অবধি তেমন কিছুই জানা যায়নি, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এই ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে এটি Realme 10 সিরিজের স্মার্ট ফোনগুলোর মতোই হবে। আরও জানা যাচ্ছে এতে ডুয়েল ক্যামেরা থাকবে যার মধ্যে একটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং অন্যটিতে টেলিফটো হতে পারে। বাকি স্মার্টফোনের সব সুবিধাই থাকবে এই কোলা ফোনে, যেমন, ফাইভ জি সুবিধা, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি থাকবে ।
ননটেক ব্রান্ডগুলি ভারতের স্মার্ট ফোনগুলির সঙ্গে এর আগেও হাত মিলিয়েছে। যেমন ওয়ানপ্লাস হল McLaren এর একটি সংস্করণ।
অন্যদিকে স্যামসাঙ ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা লঞ্চ করবে গ্যালাক্সি এস ২৩ এর নতুন ভার্সেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই ভার্সেন আসতে চলেছে। জানা যাচ্ছে এতে ২০০ এমপির প্রাইমারি ক্যামেরার লেন্স থাকবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours