মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশ্বস্ত বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) হবে ৮ জুলাই। সেক্ষেত্রে হরিকৃষ্ণের মেয়াদ না বাড়লে নয়া মুখ্য সচিবকে তাঁর স্থলাভিষিক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং হরিকৃষ্ণের মেয়াদ বাড়াতে চান বলে নবান্ন সূত্রে খবর। তবে কেন্দ্র তা মেনে নেবে কিনা, প্রশ্ন উঠছে তা নিয়েই।
হরিকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ
বর্তমান মুখ্যসচিবকে নিয়ে অভিযোগের অন্ত নেই বিরোধীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হরিকৃষ্ণের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সুযোগ নেওয়ার অভিযোগ তুলেছেন একাধিকবার। সেই ‘বার্তা’ পৌঁছেও দিয়েছেন কেন্দ্রের কাছে। তাই হরিকৃষ্ণের মেয়াদ বাড়াতে মোদি সরকার রাজি হবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। কারণ মুখ্য সচিবের মেয়াদ বাড়াতে গেলে অনুমতি লাগে কেন্দ্রের। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও এর সত্যতা স্বীকার করেনি কোনও পক্ষই।
বিপি গোপালিকা
এদিকে, নিতান্তই হরিকৃষ্ণের মেয়াদ (Panchayat Election 2023) না বাড়লে রাজ্যের নয়া মুখ্যসচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। সাধারণত স্বরাষ্ট্রসচিবই পদোন্নতি পেয়ে মুখ্যসচিব হন। গোপালিকায় আপত্তি নেই কেন্দ্রেরও। আপত্তি নেই বিজেপির রাজ্য নেতৃত্বেরও। নবান্নের খবর, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নয়া মুখ্যসচিব হতে চলেছেন গোপালিকাই। ১ জুলাই তাঁর নাম ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে আমলাস্তরে রদবদল অবশ্যম্ভাবী। তবে গোপালিকার পদোন্নতি হলে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনও জানা যায়নি। যেহেতু এ ব্যাপারে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী, তাই নিতান্তই হরিকৃষ্ণর মেয়াদ না বাড়লে নয়া স্বরাষ্ট্রসচিবের নামও ঘোষণা করবেন তিনি।
আরও পড়ুুন: 'নো ভোট টু তৃণমূল', বার্তা দিয়ে পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিচ্ছে কুড়মিরা
২০২১ সালের জুন মাসে (Panchayat Election 2023) স্বরাষ্ট্রসচিব হন গোপালিকা। তার আগে তিনি ছিলেন প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব। পরিবহণ সহ বিভিন্ন দফতরের সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। গোপালিকা মুখ্যসচিব হলে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই থাকবেন ওই পদে। কারণ তাঁর অবসর নেওয়ার কথা ২০২৪ সালের ৩১ মে। লোকসভা নির্বাচন হয়ে যাবে তার আগেই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours