মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন পরেই ছত্তিশগড়ে (Chhattisgarh Bjp) প্রথম দফায় কুড়িটি আসনে নির্বাচন রয়েছে। ঠিক তার আগে শনিবার খুন হয়ে গেলেন সে রাজ্যের বিজেপির এক স্থানীয় নেতা। অভিযোগ মাওবাদীরা খুন করেছে বিজেপি নেতা রতন দুবেকে। জানা গিয়েছে, শনিবার দুপুরে মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলার কৌশলনগর এলাকায় দলের নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা রতন দুবে। স্থানীয় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করছিলেন তিনি সেই সময় তাঁকে খুন করে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। উল্লেখ্য, মঙ্গলবার ৭ নভেম্বর ছত্তিশগড়ে (Chhattisgarh Bjp) প্রথম দফায় ২০টি আসনের নির্বাচন রয়েছে। ওই কুড়িটি আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী অধ্যুষিত বস্তার ডিভিশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
কীভাবে খুন করা হয় বিজেপি নেতাকে
জানা গিয়েছে, শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঝাড়াঘাট থানার অন্তর্ভুক্ত কৌশলনগর গ্রামে বাজারের কাছে একটি জনবহুল এলাকায় তিনি বক্তব্য রাখছিলেন নিহত বিজেপি নেতা। এমনই সময় দুইজন ব্যক্তি ভিড়ের মধ্য থেকে আসে। রতন দুবের ওপর ধারালো অস্ত্র দিয়ে পিছন দিক থেকে আঘাত করে। আক্রমণ থেকে বাঁচতে রতন দুবে কোনওভাবে তাঁর গাড়ির কাছে ছুটে যাওয়ার চেষ্টা করেন। সেই সময়ে আশেপাশে আরও অনেকজন দুষ্কৃতী জড়ো হয়ে যায় এবং তারা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বিজেপি নেতাকে (Chhattisgarh Bjp)। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দলীয় নেতা খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ রমন সিং-এর
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছত্তিশগড়ের (Chhattisgarh Bjp) বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। তিনি বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পার্টি কর্মীদের উপর আঘাত হানা হচ্ছে। আমাদের সহকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। খুব শীঘ্রই এই মাওবাদীরা ছত্তিশগড় থেকে মুছে যাবে। দোষীরা তাদের শাস্তি পাবে।’’ প্রসঙ্গত রতন দুবের আগেও চলতি ২০২৩ সালে আরও পাঁচজন বিজেপি নেতা-কর্মীকে খুন করে মাওবাদীরা। ছত্তিশগড় রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে নিহত রতন দুবে নারায়ণপুর জেলা বিজেপির সহ-সভাপতি ছিলেন। ওই জেলার জেলা পরিষদের সদস্যও তিনি। জানা গিয়েছে, ওই এলাকা ইতিমধ্যে ঘিরে রয়েছে ছত্তিশগড় পুলিশের একটি বড় দল। রাস্তায় তারা টহলও দিচ্ছে। আশেপাশের সমস্ত জায়গাতে তল্লাশি অভিযানও চলছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours