ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে
chhh
chhh

মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

কীভাবে করবেন ChatGPT-এর ব্যবহার

১. প্রথমেই আপনার থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি। এবং অবশ্যই একটি ব্রাউজারও থাকতে হবে। গুগল ক্রোম, সাফারি ইত্যাদি।

২. এরপর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com- যেতে হবে, সাইন আপ করুন। প্রথমবারের জন্য সাইন আপ করতে হবে। নতুন আকাউন্ট বানাতে হবে। তারপর থেকে লগ ইন করলেই হবে।

৩. লগ ইন করার পরে ChatGPT-এর বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এতে কী কী হয়? এর সীমাবদ্ধতা ইত্যাদি। এর সাহায্যে ChatGPT সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। 

৪. ChatGPT- এরপর আপনি পছন্দমতো যেকোনও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে প্রশ্ন টাইপ করবেন ChatGPT তার উত্তর নিমেষে দিয়ে দেবে।

৫. মনে রাখবেন OpenAI এর  সার্ভারের কাজ চলছে, তাই মাঝেমধ্যে error দেখাতেও পারে, তবে এমন হলে পুনরায় আবার পেজ রিলোড করবেন।

৬. প্রশ্নের উত্তর জানা বাদ দিয়ে ChatGPT- এর সঙ্গে আপনি কথোপথনও চালাতে পারবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

    

 

  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles