2024 LS Polls: লক্ষ্য চব্বিশের নির্বাচন, বুথ-স্তরে নীল-নকশা তৈরির পথে বিজেপি, গঠিত বিশেষ কমিটি

BJP Mission 2024: ২ বছর বাকি থাকতেই ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে ফেলেছে গেরুয়া শিবির...
bjp_flag
bjp_flag

মাধ্য়ম নিউজ ডেস্ক: হাতে বাকি এখনও ২ বছর। কিন্তু, এখন থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনকে (2024 Loksabha elections) পাখির চোখ করে ফেলেছে বিজেপি। আর এই মর্মে রণকৌশলের নীল-নকশাও তৈরি করছে গেরুয়া শিবির। 

সূত্রের খবর, সেই নকশার অন্তর্গত একটি ধাপ হল বুথ-স্তরে শক্তি ও দুর্বলতার চিহ্নিতকরণ। এক্ষেত্রে দলের শীর্ষস্থানীয় ৪ নেতাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রের বর্তমান শাসক দল। সেই কমিটি দেশের ৭৪ হাজার বুথকে চিহ্নিত করেছে। দলীয় সূত্রের খবর, সেই সব বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে, যেখানে মূলত এক) বিরোধীরা জোর টক্কর দিচ্ছে এবং দুই) দলের শক্তি সেভাবে নজরে পড়ে না। 

বিজেপি চাইছে, যে বুথগুলিতে বিরোধীরা টক্কর দিচ্ছে, সেখানে দখল আরও মজবুত করতে। অন্যদিকে, যে সব বুথে দল দুর্বল সেখানে শক্তিবৃদ্ধি করতে। এমন অনেক বুথ চিহ্নিত করা হয়েছে, যেখানে বিজেপি একবারও জিততে পারেনি। দলীয় সূত্রের খবর, এই বুথগুলি মূলত দেশের দক্ষিণ ও পূর্ব-প্রান্তে অবস্থিত।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে গঠিত ওই টিম ইতিমধ্য়েই একটি নির্দিষ্ট রণকৌশল স্থির করে ফেলেছে। এর অন্তর্গত দেশের ২,৩০০ বিধানসভা আসনের অন্তর্গত সবকটি বুথকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে বিজেপির কোনও সাংসদ বা বিধায়ক রয়েছেন। পাশাপাশি, আরও ১০০ লোকসভা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, যেখানে বিজেপি জেতেনি। 

কমিটির এক সদস্য বলেন, আমরা ইতিমধ্য়েই ৭৩ হাজার ৬০০-র বেশি বুথ চিহ্নিত করেছি, যেখানে এই পরিকল্পনা কার্যকর করা হবে। প্রাথমিক লক্ষ্য হল, যে সব বুথে আমরা জিতেছি, সেখানে নিজেদের শক্তি আরও দৃঢ় ও মজবুত করা। পাশাপাশি, যেখানে আমরা জিততে পারিনি, সেগুলি জেতা। 

গঠিত এই কমিটিতে রয়েছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সিটি রবি এবং তফশিলি জাতি সেল-এর প্রধান লাল সিং আর্য। আগামী তিনমাস, তাঁরা দেশের প্রান্তে প্রান্ত ঘুরে চিহ্নিত হওয়া বুথগুলিতে পরিকল্পনা অনুযায়ী রণকৌশল ঠিক করবেন। দলীয় সূত্রের খবর, একবার নীল-নকশা স্থির হলে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তা সরকারিভাবে ঘোষণা করবেন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই সম্ভবত এই মর্মে ঘোষণা হতে পারে।

কমিটির এক সদস্য জানান, আগামী তিনমাসে সারা দেশে ছড়িয়ে থাকা দলের প্রায় ২৩০০ সাংসদ-বিধায়ক থেকে শুরু করে রাজ্য ও জেলা সভাপতিকে নিয়ে বসা হবে। লক্ষ্য, নিশ্চিত করতে হবে, যেখানে দল জিতেছে, তা যেন কোনওমতে হাতছাড়া না হয়। এর জন্য, প্রায়ই প্রশিক্ষণ শিবির ও বুথস্তরের বৈঠক হবে।

নির্বাচনের বহু আগে থেকে বিস্তারিত সুপরিকল্পনা করা বিজেপির একটা পরিচিত দিক। এটা গেরুয়া শিবির বরাবরই করে থাকে। এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ও তিন বছর আগে -- অর্থাৎ ২০১৬ সাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল বিজেপি। সেবার ৬টি রাজ্যে মোট ১১৫টি নতুন কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছিল। ২০১৯ নির্বাচনের ফলাফল সকলেরই জানা। এবার বিজেপির মিশন ২০২৪।

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles