G-20: জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন, দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে মোদির সঙ্গে

৮ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট
modi-biden-toast_625x300_23_June_23
modi-biden-toast_625x300_23_June_23

মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ (G-20) শীর্ষ সম্মেলনের যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদেশে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকও করবেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার একটি বিবৃতিতে হোয়াইট হাউসের তরফে এ কথা জানা গিয়েছে। ওই বৈঠকে (G-20) ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা যেমন হবে তেমনি আরও অন্যান্য ইস্যুতেও আলোচনার সম্ভাবনা রয়েছে। চলতি বছরে জুন মাসের পরে ফের একবার মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট। জুন মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

কবে ভারতে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট?

জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এদেশে এসে পৌঁছাবেন, ৮ সেপ্টেম্বর। প্রসঙ্গত জি-২০ সম্মেলনে (G-20) আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আসতে পারবেন না বলেই জানা গিয়েছে। গত বছরের জি-২০ শীর্ষ সম্মেলন (G-20) বালিতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অবশ্য হাজির থাকতে দেখা গিয়েছিল রাশিয়া ও চিনের প্রেসিডেন্টকে। 

জি-২০ সম্মেলনে (G-20) কী কী বিষয় আলোচনা হবে?

সূত্রের খবর, জি-২০ সম্মেলনে (G-20) জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে। ভারত-মার্কিন সম্পর্ক বিগত দিনে অর্থাৎ ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই গভীর এবং উন্নত হয়েছে। বেশ কয়েকবার মার্কিন সফর করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবারে আসছেন জো বাইডেন। চলতি জি-২০ সম্মেলনে ভারতে ১১০টি দেশ থেকে ১২,৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জি-২০ হল কুড়িটি দেশের একটি ফোরাম (G-20)। এখানে ভারত ছাড়া অন্যান্য দেশগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে অতিথি দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আমিরশাহি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles