Weather Report: ভাইফোঁটায় ভিজবে বঙ্গ! দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস

উৎসবের মরসুমে ভ্রুকুটি নিম্নচাপের....
rainupdate
rainupdate

মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির উৎসবের মরসুম শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি। তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস (Weather Report) দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে সোমবারই জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের পরিস্থিতি, যার জেরে ভাইফোঁটার দিন থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের মতে, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্নাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

কোন কোন জেলায় বৃষ্টি?

প্রসঙ্গত, বুধবারই রয়েছে ভাইফোঁটা। হাওয়া অফিসের (Weather Report) মতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ন'টি জেলায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টি শুরু হলেও তা কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেই হবে। বৃহস্পতিবার এবং শুক্রবারে দক্ষিণবঙ্গের ন'টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া। শনিবার থেকে সামান্য বদল হবে পরিস্থিতির। রবিবার থেকেই শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো। এরই মধ্যে ১৬ নভেম্বর বৃহস্পতিবার রয়েছে ইডেন গার্ডেনে ম্যাচ। এখন দেখার বৃষ্টির প্রভাবে সেই ম্যাচ ভেস্তে যায় নাকি! আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হাওয়া অফিস জানিয়েছে যে আবহাওয়া শুষ্কই থাকবে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

অন্যদিকে কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে (Weather Report)। সর্বনিম্ন ২২ ডিগ্রির আশেপাশে ঘুরতে থাকবে পারদ। বিগত কয়েক দিনে তাপমাত্রা রাতের দিকে অনেকটাই নেমে গিয়েছে। ভোরের দিকেও হিমেল হাওয়া অনুভূত হচ্ছিল। এর ফলে কোথাও কোথাও শীতের পোশাকও ব্যবহার করতে দেখা যায় রাজ্যবাসীকে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles