মাধ্যম নিউজ ডেস্ক: দলের শীর্ষ নেতাদের কাছ থেকে জরুরি তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং অমিতাভ চক্রবর্তী। ফি বারের মতো এবারও রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সন্ত্রাসের আবহে।
কী নিয়ে আলোচনা?
রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫২ জন। অবাধে হয়েছে ছাপ্পা ভোট, বুথ দখল। তার পরেও ভাল ফল করেছে বিজেপি। এসব নিয়েই এদিন সুকান্ত-শুভেন্দু-অমিতাভদের সঙ্গে আলোচনা হয় বিজেপির (BJP Meet) শীর্ষ নেতৃত্বের। ছিলেন আরএসএসের নেতারাও। এর পাশাপাশি আলোচনা হয় আগামী বছর যে লোকসভা নির্বাচন হবে, তা নিয়েও। সোমবার সকাল থেকে বৈঠক চলে দিনভর। আরএসএস নেতৃত্বের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন শুভেন্দু-অমিতাভ।
শুভেন্দু-শাহ বৈঠক
এদিন শুভেন্দু-সুকান্ত এবং অমিতাভর সঙ্গে প্রথমে বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা হয় সংগঠন নিয়েও। রাজ্যের কোন কোন এলাকায় সংগঠন দুর্বল, তা নিয়েও আলোচনা হয়।
এদিনই রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বৈঠক করেন শুভেন্দু। দু জনের মধ্যে কথা হয়েছে আধ ঘণ্টারও বেশি সময় ধরে। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনোত্তর হিংসা নিয়ে আলোচনা হয় বিজেপির (BJP Meet) এই দুই নেতার মধ্যে। মালদায় দুই মহিলাকে নগ্ন করে গণপিটুনির ঘটনাও উঠে এসেছে আলোচনায়। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে শাহ-শুভেন্দু বৈঠকে।
আরও পড়ুুন: পঞ্চায়েতে বোর্ড গঠন করতে কুলপির বিরোধী তিন প্রার্থীকে অপহরণ! অভিযুক্ত তৃণমূল
এদিকে, শাহি সাক্ষাতের আগে আরএসএস নেতৃত্বের সঙ্গেও বৈঠক হয় শুভেন্দুর। এই বৈঠকে ছিলেন অমিতাভও। এখানেও বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ত্রিস্তর পঞ্চায়েত (BJP Meet) নির্বাচনের ফল। বিজেপি কোথায় কোথায় ভাল ফল করেছে, কোন কোন এলাকায় সংগঠন দুর্বল, মূলত এসব নিয়েই হয় চুলচেরা বিশ্লেষণ। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের হাতিয়ার কী হবে, প্রচারে তুলে ধরা হবে কোন কোন বিষয়গুলি, তা নিয়েও আলোচনা হয়েছে আরএসএসের সঙ্গে।
প্রসঙ্গত, আরএসএস কখনওই সরাসরি বিজেপির হয়ে প্রচার করে না বা প্রত্যক্ষ রাজনীতিতে জড়ায় না। তবে নানা সংগঠনের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা জাগ্রত করার চেষ্টা করে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours