মাধ্যম নিউজ ডেস্ক: গরুর সাধ! কথাটা শুনতে অনেকটা আশ্চর্যকর হলেও এটিই সত্যি। আমাদের দেশে গরুকে মাতা বা কন্যা হিসেবে পুজো করা হয়। তবে এবারের ঘটনাটি একেবারেই অন্যরকম। যে ভাবে এক জন অন্তঃসত্ত্বা গৃহবধূর সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই মতই ধুমধাম করে করা হয় এক গাভির সাধ অনুষ্ঠান। এই ঘটনাটি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলাযর। সেখানে একটি গর্ভবতী গাভির জন্য সাধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমত বিভিন্ন পদের খাবার রান্না করে, গরুটিকে অলঙ্কার দিয়ে সাজিয়ে তাঁর সাধের অনুষ্ঠান ধুমধাম করে করা হয়।
তামিলনাড়ুর এক গ্রামে গাভির সাধভক্ষণের অনুষ্ঠান
গর্ভবতী নারীকে সাধভক্ষণের রেওয়াজ আমাদের দেশের প্রায় সর্বত্রই প্রচলিত। অনেক জায়গায় এটিকে ‘গোধ ভরাইও’ বলা হয়। মূলত নারীরাই নারীদের জন্য এই প্রথা পালন করেন। আর সেই রাজ্যের কাল্লাকুরিচি জেলার শঙ্করাপুরম গ্রামে আমশাভেনি নামে একটি গাভীকে কন্যা মনে করেই সাধ খাওয়ালেন গ্রামবাসীরা। এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন মহিলা এসেছিলেন। জানা গিয়েছে, শঙ্করাপুরমের কাছে মেলাপাট্টু গ্রামে আরুলথারুম থিরুপুরসুন্দারিয়াম্মাই মন্দির ট্রাস্টের ট্রাস্টিরাই আমশাভেনিকে বড় করছিলেন ও তার যত্ন করেছেন।
আরও পড়ুন: আজ সংকষ্টী চতুর্থী, এই ব্রতপালনে কী কী ফল মেলে জানেন?
আমশাভেনিকে দেওয়া হয় ২৪ রকমের খাবার ও উপহার
প্রথমেই গাভিটিকে স্নান করিয়ে নানা অলঙ্কারে সাজিয়ে তোলা হয়। তাকে ফুলের মালা, ঘণ্টা দিয়ে সাজানো হয়। প্রায় ৫০০ মহিলা এই অনুষ্ঠানে অংশ নেন। গরুর সাধভক্ষণ বলে নিয়ম-কানুন পালনে কোনও ত্রুটি ছিল না। রীতিমত ২৪ পদ রান্না করে আমেশাভেনির সামনে রাখা হয়। ৪৮ রকমের জিনিস উপহার হিসাবে দেওয়া হয় গাভিটিকে, যার মধ্যে ছিল চুড়িও। ঠিক একজন নারীর সাধভক্ষণে যা যা করা হয়, যা যা দেওয়া হয়, এক্ষেত্রেও তাই-ই অক্ষরে অক্ষরে মানা হয়েছিল।
এই ভাবে জাঁকজমক করে গাভির সাধভক্ষণের অনুষ্ঠান কখনও কেউ দেখেনি বলেই দাবি গ্রামবাসীর। ফলে এর সাধভক্ষণের অনুষ্ঠান নিয়ে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। অভিনব এই ঘটনা দেখতে ভিড় করেন অনেকেই। অনেকে আসেন আশীর্বাদ নিতে। তাঁরা গরুটির স্বাস্থ্য কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন, গ্রামের সমৃদ্ধিও কামনা করেন।
+ There are no comments
Add yours