মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার অযোধ্যায় দীপোৎসব (Ayodhya Deepotsav) উদযাপিত হয় জন্য সরযূ নদীর তীরে। আর সেই উপলক্ষে ১৫ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। আর এতে আরও একবার রামনগরীর নাম উঠল একবার গিনেস বুকস অফ ওয়ার্ল্ডরেকর্ডে। এর আগে গত বছর অযোধ্যাতেই দীপোৎসবের আয়োজন করেছিল যোগী সরকার। সেখানে জ্বালানো হইয়েছিল ১২ লক্ষ মাটির প্রদীপ। তাতে রেকর্ড তৈরি হয়েছিল। তার পরে উজ্জয়নীতে সেই রেকর্ড ভাঙা হয়েছিল। এবছর ফের অযোধ্যা রেকর্ড গড়ল।
আরও পড়ুন: 'বন্দেমাতরম' গাইলেন নরেন্দ্র মোদি, শেয়ার করলেন এ আর রহমান
আর একই সঙ্গে ট্যুইটারে ট্রেন্ড করল #AyodhyaDeepotsav। এই হ্যাশট্যগ পৌঁছে যায় বিশ্বব্যাপী ২৩০ কোটি মানুষের কাছে। ২ লক্ষের বেশি মানুষ ট্যুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করেন। এই হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে ভিডিও, ফটো শেয়ার করেন, কেউ কোট ট্যুইট করেন, কেউ রিট্যুইট করেন। কেউ আবার কমেন্টে এই হ্যাশট্যাগ ব্যবহার করেন।
গতকাল ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল। ২২ হাজার স্বেচ্ছাসেবক এই কাজ করেন। প্রত্যেকে ২৫৬টি করে প্রদীপ জ্বালানোর দায়িত্ব নিয়েছিলেন। গতকাল প্রধানমন্ত্রী দীপোৎসবের সূচনা করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এর আগে শ্রী রামলালার দর্শন ও পুজো করেন মোদি। পরে রামমন্দির নির্মাণের কাজ পরিদর্সন করেন তিনি। অনুষ্ঠানের সাফল্যের পর, প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেন। গ্র্যান্ড ফেস্টিভ্যালে রেকর্ড করার সময় ঘাটটিতে প্রায় ৫০ হাজারেও বেশি মানুষ ভিড় করেছিল বলে জানা গিয়েছে। বিকেল ৫টা ১৫ মিনিটে ৩৭টি ঘাটে আলো জ্বালানো শুরু হয়। গিনেস বুক অফ রেকর্ডসের এক আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, পাঁচ মিনিটের জন্য কতগুলি প্রজীপ জ্বলবে, সেগুলিই একমাত্র গণনা করা হবে। পুরো ঘটনাটি রেকর্ড করার জন্য রাখা হয়েছিল ড্রোন। রাখা হয়েছে। চূড়ান্ত ঘোষণা করার আগে এই ড্রোন পরীক্ষা করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours