মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে মেয়েদের পর কমপাউন্ড তিরন্দাজিতে ছেলেরাও সোনা জিতলেন। বৃহস্পতিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অ্যাথলিটরা যে ১০০র টার্গেট মাথায় নিয়ে প্রতিটা ইভেন্টে নামছেন, তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা।
দক্ষিণ কোরিয়াকে সমানে টক্কর
ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা। এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।
🥇HATTRICK FOR THE DAY🥇
— SAI Media (@Media_SAI) October 5, 2023
🇮🇳's Compound Archers @archer_abhishek, and #KheloIndiaAthletes Ojas, and Prathamesh clinch the coveted GOLD, defeating Korea by a score of 235-230 at the #AsianGames2022 🏹🥇
With this victory, India makes a hattrick, marking the 3️⃣rd gold medal of… pic.twitter.com/OjPwSfYbGS
মহিলাদের দলগত বিভাগেও সোনা
কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কউর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন দুই ভারতীয় তরুণ অভিষেক বর্মা এবং প্রবীণ দেওতালে।
🎯🥇GOLDEN GIRLS🥇🎯#KheloIndiaAthletes Aditi, @VJSurekha, and @Parrneettt add another Gold to India's medal tally after defeating Chinese Taipei by a scoreline of 230-229🤩🎯
— SAI Media (@Media_SAI) October 5, 2023
What a thrilling final 💪 Our Indian Archery contingent is truly shining bright, clinching their 2nd… pic.twitter.com/NtTiqO37aY
হাড্ডাহাড্ডি লড়াই
এদিন চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জ্যোতিদের। ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ম্যাচে ফিরে আসেন অদিতিরা। অদিতির বয়স মাত্র ১৭। পরনীতের ১৮। টিমের অভিজ্ঞ আর্চার জ্যোতির ২৮। পরনীতের শুরুটা ভালো হয়নি। প্রথম তিনটে শটে নড়বড় করছিল তাঁর ফোকাস। ৯, ৮, ৯ মারেন। অদিতিও ফাইনাল ম্যাচে বুলস আই খুঁজে পাননি দু’বার। কিন্তু পারফেক্ট টেন থেকে নড়ানো যায়নি জ্যোতিকে। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন। টিম ইভেন্ট যেন শুরু করেছিলেন সেখান থেকেই।
আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব
শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours