মাধ্যম নিউজ ডেস্ক: সবুজ-মেরুনই তাঁর পছন্দের ক্লাব। বাংলার জামাই হিসেবে গর্বিত বচ্চন সাবের প্রিয় ফুটবল ক্লাবও মোহনবাগান। 'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati 16) ষোড়শতম সিজন নিয়ে এই মুহূর্তে ব্যস্ত অমিতাভ (Amitabh Bachchan)। সেই সেটেই এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে নিজের পছন্দের কথা জানালেন অমিতাভ।
মোহনবাগান-ই আবেগ
ভারতের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান। (Mohun Bagan) আর সবুজ-মেরুনের ফ্যান স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)! একাধিকবার প্রকাশ্যে সেকথা বলেছেন বলিউড শাহেনশা। সম্প্রতি বিগ বি তাঁর সিগনেচার শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র (Kaun Banega Crorepati 16) হট-সিটে বসেও বলেছেন যে, মোহনবাগানই তাঁর সবচেয়ে প্রিয় টিম। ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? এই প্রশ্নে চিরকাল দ্বিধাবিভক্ত বাঙালি। ইলিশ-চিংড়ি কোনও কোনও বাঙালির এই দুই মাছই প্রিয় তবে ইস্টবেঙ্গল না মোহনবাগান তা নিয়ে বরাবর বিতর্ক বঙ্গসমাজে। বলিউডের 'শাহেনশা' হিসেবে প্রতিপত্তি থাকলেও, কলকাতায় দীর্ঘ সময় কাটিয়েছেন অমিতাভ (Amitabh Bachchan)। বিবাহসূত্রে আবার বাঙালির জামাইও তিনি। তাই চিরাচরিত প্রশ্ন থেকে রক্ষা পেলেন না তিনিও। কলকাতায় থাকাকালীন অমিতাভ ফুটবল নিয়ে এই উন্মাদনার সাক্ষী থেকেছেন বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: শুরুতেই জোটে ঘোঁট! ওমরের মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না কংগ্রেস, কী কারণ?
সম্প্রতি অনুষ্ঠান (Kaun Banega Crorepati 16) চলাকালীন হুগলি নিবাসী বাঙালি যুবক বাচ্চু সাঁতরার সঙ্গে আলাপচারিতা সারেন অমিতাভ (Amitabh Bachchan)। ক্রিকেট ভাল লাগে বলে অমিতাভকে জানান বাচ্চু। এতে অমিতাভ জানতে চান, বাচ্চু কখনও ফুটবল খেলেছেন কি না। নিজেই জানান, বাঙালিদের ফুটবল নিয়ে এমন প্রশ্ন করাই উচিত নয়। কারণ বাঙালি মাত্রই ফুটবল খেলেছেন। তাই বাচ্চুর পছন্দের ক্লাব কোনটি জানতে চান অমিতাভ (Amitabh Bachchan)। জবাবে বাচ্চু জানান, মোহনবাগানের ভক্ত তিনি। এতে যারপরনাই খুশি হন অমিতাভ। বলেন, "আরে সাবাশ! আমিও মোহনবাগান সমর্থক।" অমিতাভ মোহনবাগানের সমর্থক জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাচ্চুও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours