Akshay Kumar: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে

আপনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি বলবেন না। দয়া করে সত্যিটা বলুন। এক নামী সিগারেট কোম্পানির পোস্টার বয় ছিলেন আপনি!
Akshay-Kumar
Akshay-Kumar

মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞাপনে Akshay Kumar! দেখেই চমকে উঠেছিল অভিনেতার ভক্তরা। আর এরপরই শুরু হয় বিতর্ক। নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বৃহস্পতিবার অক্ষয় কুমার ওই বিজ্ঞাপন থেকে সরে এসেছেন। একটি বিবৃতি দিয়ে তিনি জানান, কোনওদিনও তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি। আর ভবিষ্যতেও করতে চান না। কিন্তু, এতেও শেষরক্ষা হল না। নেট নাগরিক খিলাড়ির বেশ কিছু পুরনো বিজ্ঞাপনের ছবি খুঁজে বের করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অক্ষয়কে সিগারেট এবং বিদেশি মদের প্রোমোশন করতে দেখা যাচ্ছে।

[tw]

[/tw]


এক নেটিজেন ওই ছবিগুলি আপলোড করে লেখেন, “আপনি কোনওদিনও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেননি? মিথ্যা কথা বলছেন! সিগারেট কি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়? আপনি শুধু সিগারেট নয়, মদের বিজ্ঞাপনও করেছেন অতীতে” একটি কোল্ডড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অক্ষয়ের ছবি আপলোড করে তিনি আরও বলেন, চিনি ভর্তি কোলাও শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনি তো তারও বিজ্ঞাপন করেছেন! আপনি এই দেশের রোল মডেল। আমার মতে, সেটা এই দেশের দুর্ভাগ্য।”

[tw]

[/tw]


অপর টুইটার ইউজার অক্ষয়ের পুরনো সিগারেটের বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, “আপনি পানমশলার বিজ্ঞাপন না হয় করেই ফেলেছেন। কিন্তু, সেই ভুল শুধরে যে বিবৃতি দিচ্ছেন তাতে অন্তত সত্যি কথা বলুন।”
আরও একজন লেখেন, “আপনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি বলবেন না। দয়া করে সত্যিটা বলুন। এক নামী সিগারেট কোম্পানির পোস্টার বয় ছিলেন আপনি!”

[tw]

[/tw]


কিছু নেটাগরিক তো অক্ষয়কে বয়কটের ডাক পর্যন্ত দিয়েছেন। কিন্তু, প্রিয় অভিনেতার ওপর ভক্তরা কেন এতটা চটলেন? আসলে গত সপ্তাহে অজয় দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে একটি এলাচের বিজ্ঞাপনে অক্ষয় কুমারকেও দেখা গিয়েছিল। আর ওই বিজ্ঞাপন দেখেই তাজ্জব হয়ে গিয়েছিল তাঁর ভক্তরা। কারণ, এই একই ধরণের বিজ্ঞাপন করার জন্য ২০১৮ সালে অক্ষয় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্য তারকাদের সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, "আমাকে অনেক পানমশলা কোম্পানি বিজ্ঞাপনের জন্য অফার দেয়। এর জন্য বিরাট অঙ্কও অফার করা হয়। কিন্তু, টাকাটাই সব নয়। যাঁরা টাকার জন্য ওই কাজ করছেন, তাঁরা ভুল কাজ করছেন।" তাঁর সংযোজন, "আমি চাই, ভারত সুস্থ থাকুক। দেশবাসীর জন্য কোনও ভুল উদাহরণ তৈরি করতে চাই না আমি। কারণ, মানুষ আমাদের অনুসরণ করে। ভুল কাজ করাটা আমাদের মানায় না।"

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles