মাধ্যম নিউজ ডেস্ক: প্রশিক্ষণরত বিমান উড়ছিল মধ্যপ্রদেশের আকাশে। হঠাৎই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। মধ্যপ্রদেশের রেওয়া জেলার চোরহাটার ডুমরি গ্রামে এদিন মন্দিরে ধাক্কা খেয়ে প্রশিক্ষণরত বিমান মাটিতে ভেঙ্গে পড়ে (Aircraft Crash)
, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত বিমান চালকের, দুর্ঘটনার সময় বিমানে উপস্থিত ছিলেন আরও একজন, জানা যাচ্ছে তিনিও আহত হয়েছেন ব্যাপক গুরুতরভাবে। শুক্রবার ভোরে প্রশিক্ষণের সময় একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায় বিমানটি (Aircraft Crash)
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি! প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা
। এরপরেই বিমানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিমান ধাক্কা (Aircraft Crash)
লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়েছে ।
Madhya Pradesh | A pilot died while another was injured after a plane crashed into a temple in Rewa district during the training: Rewa SP Navneet Bhasin pic.twitter.com/KumJTAlALs
— ANI (@ANI) January 6, 2023
পুলিশ কী বলছে ?
পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। জেলার পুলিশ সুপার নভনিত ভাসিন এদিন সাংবাদিকদের বলেন, "শুক্রবার ভোরে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন চালক সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার ডুমরি গ্রামে একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে (Aircraft Crash)
, এরপরই তাতে আগুন ধরে যায়"।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবারে সিউড়ির ব্যাঙ্ক ম্যানেজারকে তলব সিবিআইয়ের
গুরুতরভাবে জখম পাইলটকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাইলটের অন্যতম সহযোগী যিনি দুর্ঘটনার সময় বিমানে উপস্থিত ছিলেন তিনিও ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিকে চাকরি হারালেন মোট ২৫২ জন! চাকরি হারিয়েও ফের নিয়োগ পেলেন জয়তী
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours