মাধ্যম নিউজ ডেস্ক: এবার অভিনয় জগতে পা রাখলেন বাদাম কাকু বলে পরিচিত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পীকে। এতদিন গায়ক হিসাবেই ছিল তাঁর পরিচিতি, ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর রিয়ালিটি শো-এর মঞ্চেও দেখা মিলেছে তাঁর। ‘দাদাগিরি’ থেকে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র স্টেজে দেখা গিয়েছে তাঁকে, তবে এবার সরাসরি অভিনয়ে ভুবন বাদ্যকর।
সিরিয়ালে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে
নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে শ্যুটিং করেছেন তিনি। সিরিয়ালে তাঁকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাধ সাধবে বাবা। সেই নিয়েই এগোবে গল্প। মোট দু-দিন অভিনয় করেছেন ভুবন বাবু (Bhuban Badyakar), এর বিনিময়ে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিকও পেয়েছেন। বাদাম কাকুর কথায়, ‘মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামিদিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব’।
গত বছরেই তাঁর কাঁচা বাদাম গান ব্যাপক ভাইরাল হয়
‘আমার কাছে নাইগো ভুবু ভাজা বাদাম..’, গেয়ে বীরভূমের এই সাধারণ বাদাম বিক্রেতার জীবনে সুদিন ফিরেছিল। লাখ লাখ টাকা খরচ করে দুবরাজপুরে কোঠা বাড়ি বানিয়েছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তবে গত মাসেই জানা যায়, সেই বাড়িতে থাকতে পারছেন না গায়ক ও তাঁর পরিবার। চাঁদা শিকারিদের ‘অত্যাচারে’ ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন। পাশাপাশি ‘কাঁচাবাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও ঠুকেছেন। ভুবন বাদ্যকরের অভিযোগ বীরভূমের এক মিউজিক স্টুডিওর মালিক নামমাত্র টাকায় তাঁকে ঠকিয়ে এই গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। গোধূলিবালা মিউজিক অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার নিষ্পত্তি কবে হবে সেটা দেখার, তবে অভিনেতা হিসাবে ভুবন বাদ্যকরের নতুন ইনিংসের দিকে মুখিয়ে সকলে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours