মাধ্যম নিউজ ডেস্ক: মহানগরীতে তাপসী পান্নু (Taapsee Pannu)। ১৯ অগাস্ট অর্থাৎ গতকাল মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'দোবারা'(Dobaaraa)। নতুন ছবি দোবারা -র প্রচারে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে রহস্য, ভয় যেন একত্রে মিলেমিশে গিয়েছে আর সঙ্গে রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়াও। এদিন ছবির প্রচারে তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কাপুর (Ektaa Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ছবির প্রযোজকদের মধ্যে অন্যতম একতা কাপুর (Ektaa Kapoor)।
আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের
কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গতকাল কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন টলিউডের ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গিয়েছিল। এদিন স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, ঋতুপর্না সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত প্রমুখ অভিনেতা-অভিনেত্রী। কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'। এছাড়া আন্তর্জাতিক স্তরেও এই ছবিটির অনেক প্রশংসা করা হয়েছে। বিভিন্ন ফিল্ম ফেস্টিবেল যেমন- মেলবর্নের ফিল্ম ফেস্টিবেল (Film Festival of Melbourne), লন্ডনের ফিল্ম ফেস্টিবেল (the London film festival)-এ এই ছবিটির সুনাম করা হয়েছে। এবারে তাই কলকাতায় পৌঁছে গিয়েছে দোবারা-র টিম।
আরও পড়ুন: 'লজ্জাজনক ঘটনা', কাশ্মীরি পণ্ডিত হত্যার নিন্দায় সরব অনুপম খের
তাপসীকে শুধু সিনেমা প্রচারেই দেখা যায়নি। গতকাল অর্থাৎ শুক্রবার জন্মাষ্টমীর সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তাপসী পান্নু। তাপসীর সঙ্গে ছিলেন সহ অভিনেতা পাভেল গুলাটিও। কালীঘাটে মা কালীর আশীর্বাদ নিয়েই তাঁরা তাঁদের ছবি মুক্তির দিন শুরু করে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মন্দিরে প্রবেশ করেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি আরতিও দেখেন তাঁরা। এরপর সকাল ৮টার মধ্যেই তাপসী এবং পাভেল মন্দির ছেড়ে বেরিয়ে যান। প্রসঙ্গত, কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাশ মিথু’র প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। এই কয়েক মাসের মধ্যে দু’বার কলকাতা সফর করলেন তিনি। তবে এবারে কালীঘাটে পুজো দিয়েই এবারের যাত্রা শুরু করলেন।
+ There are no comments
Add yours