Hezbollah: ইজরায়েলে রকেট হামলা লেবাননের, নিহত ৭, ‘হিজবুল্লা যেন প্রস্তুত থাকে’, হুঁশিয়ারি ইহুদি দেশের

Israel: ইজরায়েলে নিহত ৭ জনের মধ্যে চারজন বিদেশি...
Untitled_design(965)
Untitled_design(965)

মাধ্যম নিউজ ডেস্ক: পর পর রকেট হামলা ইজরায়েলে (Israel)। হামলার জেরে মৃত সাতজন নিরীহ নাগরিক। জানা গিয়েছে, লেবানন থেকে উত্তর ইজরায়েল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার অভিযোগ উঠেছে জঙ্গি সংগঠন হিজবুল্লার (Hezbollah) বিরুদ্ধে। হামলায় নিহতদের মধ্যে চার জন বিদেশিও রয়েছেন খবর। হামলার পরেই হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলও। ইহুদি দেশের দাবি, হিজবুল্লা তাদের (Hezbollah) প্রতিটি হামলার যোগ্য জবাব পাবে।

২৫টি রকেট হামলা

ইজরায়েল সেনা সূত্রে জানা গিয়েছে, তাদের সেনাঘাঁটি লক্ষ্য করেই ২৫টি রকেট হামলা চালানো হয় লেবানন থেকে। হামলার সময়ই সেখানকার জলপাইয়ের বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। সেই হামলায় মৃত্যু হয় সাত জনের। প্রসঙ্গত, গত এক মাসেরও বেশি সময় ধরে লেবানন (Hezbollah) এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। অন্যদিকে, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ চলছে এক বছরেরও বেশি সময় ধরে। এরই মধ্যে প্যালেস্তাইনের তরফ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধে তাদের দেশের মোট ৪৩ হাজার মানুষকে হত্যা করেছে ইজরায়েল। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে রকেট হামলা করে গাজার হামাস জঙ্গিরা। তারপর পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। তারপর থেকে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় লেবানন ও ইরানও।

গতকালই হিজবুল্লা (Hezbollah) প্রধানের আলোচনার প্রস্তাব, তারপরেই হামলা জঙ্গি গোষ্ঠীর 

হিজবুল্লাকে নিকেশ করতে আকাশপথে ইজরায়েলি বিমানবাহিনীর অভিযান তো চলছেই, এর পাশাপাশি লেবাননে ঢুকেও সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে হিজবুল্লার একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইজরায়েলের। ইজরায়েলের আঘাতে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার সম্প্রতি মৃত্যুও হয়েছে। হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমের সময় ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেয় ইজরায়েল। গতকাল বৃহস্পতিবারই কাশেম বার্তা দেন, ইজরায়েল (Israel) চাইলে আলোচনার রাস্তা খোলা থাকছে। তারপরেই এমন হামলার ঘটনা ঘটল ইজরায়েলে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles