মাধ্যম নিউজ ডেস্ক: মহাষষ্ঠীর রাতে মন খারাপ করা খবর, গুরুতর অসুস্থ ছিলেন। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা। টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশের শিল্প মহল, বিনোদন জগত থেকে ক্রীড়া ক্ষেত্রেও। শিল্পপতি হিসেবে তাঁর যতটা নাম, তিনি ঠিক ততটাই পরিচিত তাঁর জনহিতৈষী কাজের জন্য। বিতর্কহীন এই প্রবীণ শিল্পপতি, তাঁর ব্যবসায়িক দক্ষতা, দূরদৃষ্টি এবং কঠোর কর্ম সংস্কৃতির জোরে, তাঁর পারিবারিক ব্যবসাকে পরিণত করেছেন এক আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্যে। তবে, এতকিছু সত্ত্বেও, কোনোদিন তাঁর নাম ওঠেনি বিশ্বের প্রথম ১০ কি ২০ জন ধনকুবেরের তালিকায়। যে তালিকায় অম্বানি উঠলেন না, আদানি উঠলেন, তাই নিয়ে আলোচনা হয়। আসলে, তাঁর রোজগারের অধিকাংশটাই যেত জনহিতের কাজে। আর সেই কারণেই ১৪০ কোটির মানুষের দেশে তাঁর মতো সম্মানীয় ব্যবসায়িক নেতা আর একজনও নেই। রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'এক যুগের অবসান হল।'
The passing away of Ratan Tata is the end of an era.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 10, 2024
He was deeply associated with the modernisation of Indian industry. And even more so with its globalisation.
Was my privilege to have interacted with him on numerous occasions. And benefitted from his vision and insights.…
ক্রীড়া জগতে শোকের ছায়া
ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনার হৃদয়ের একজন মানুষ। স্যার, আপনি চিরকাল একজন ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। উপকার এবং সেবার জন্য আপনি চিরকাল সবার মনে থাকবেন। অন্য সবার ভালো করার ব্রত নিয়ে গোটা জীবন কাটিয়েছেন।'
A man with a heart of gold. Sir, you will forever be remembered as someone who truly cared and lived his life to make everyone else’s better. pic.twitter.com/afbAbNIgeS
— Rohit Sharma (@ImRo45) October 10, 2024
ব্যবসায়িক লাভের বাইরেও কিছু করার কথা ভাবতেন তিনি। সামাজিক দায়বদ্ধতার প্রতি অটুট প্রতিশ্রুতি ছিল রতন টাটার। তাঁর সঙ্গে জীবনে কিছু সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।
In his life, and demise, Mr Ratan Tata has moved the nation.
— Sachin Tendulkar (@sachin_rt) October 10, 2024
I was fortunate to spend time with him, but millions, who have never met him, feel the same grief that I feel today. Such is his impact.
From his love for animals to philanthropy, he showed that true progress can… pic.twitter.com/SBc7cdWbGe
টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রী রতন টাটা জির প্রয়ানের খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। তিনি একজন স্বপ্নদর্শী ছিলেন, এবং আমি তাঁর সঙ্গে যে কথোপকথন করেছি তা আমি কখনই ভুলব না। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। আমি প্রার্থনা করি যে তার প্রিয়জনরা শক্তি পান। ওম শান্তি।'
I’m very sorry to hear about the passing of Shri Ratan Tata ji. He was a visionary, and I’ll never forget the conversation I had with him. He inspired this entire nation. I pray that his loved ones find strength. Om Shanti. 🙏
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 9, 2024
শোক প্রকাশ বলিউডের
বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে গোটা বিশ্ব শোক করছে। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তাঁর অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’
The world mourns the loss of a visionary. Ratan Tata's legacy will forever inspire generations. His contributions to India and beyond are immeasurable. We are deeply grateful. Rest in peace, Sir. 🙏
— Ajay Devgn (@ajaydevgn) October 9, 2024
বলিউডের ভাইজান (Salman Khan) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন। তাঁর আত্মা শান্তি পাবে।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours