Paris Olympics 2024: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

Manu Bhaker: একই অলিম্পিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মনু ভাকেরের...
1722326095_manu_(1)
1722326095_manu_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: একই অলিম্পিক্সে (Paris Olympics 2024) দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মনু ভাকেরের। এবারে তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। ব্যক্তিগত বিভাগের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ স্কোরে হারিয়ে দিলেন মনু ও সরবজ্যোৎ। উল্লেখ্য, চলতি অলিম্পিক্সেই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। আবার সেই মনু ভাকেরের (Manu Bhaker) হাত ধরেই পদক পেল ভারত। 

রেকর্ড গড়লেন মনু ভাকের (Manu Bhaker) 

স্বাধীনতার আগে ভারতের হয়ে নরমান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। ১৯০০ সালের অলিম্পিক্সে সেই নজির গড়েছিলেন তিনি। উল্লেখ্য, সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স। অ্যাথলেটিক্সে রুপো জিতেছিলেন তিনি। প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। তার ১২৪ বছর পর স্বাধীন ভারতে প্রথমবার অলিম্পিক্সে দুটি পদক জিতলেন এক ভারতীয়। সেই অনন্য নজির গড়লেন মনু ভাকের। গত রবিবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। এরপর মঙ্গলবার মিক্সড ইভেন্টে (Paris Olympics 2024) সরবজ্যোতের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। 

আরও পড়ুন: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

মনু ভাকেরকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর   

ভারত দ্বিতীয় পদক জেতার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরআগে মনু ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পরেও তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অলিম্পিক্সে (Paris Olympics 2024)  দ্বিতীয় পদক জয়ের পর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের শুটাররা আবার দেশকে গর্বিত করলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংকে। দুজনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছেন। ভারত আপনাদের নিয়ে উল্লসিত। মনু পর পর দুটি পদক জিতলেন। খুব ভাল ধারাবাহিকতা দেখালেন তিনি।” 

প্রসঙ্গত, অলিম্পিক্সে (Paris Olympics 2024) এখনও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট বাকি আছে। সেখানেও লড়বেন মনু। এর আগে টোকিও অলিম্পিক্সে আশা জাগিয়েও পিস্তলের যান্ত্রিক ত্রুটির জন্য তেমন কিছু করতে পারেননি তিনি। তবে এবারের অলিম্পিক্সে মনুর একের পর এক সাফল্যে আশায় বুক বাঁধছেন প্রতিটি ভারতীয়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles