মাধ্যম নিউজ ডেস্ক: ট্রফি থেকে এক কদম দূরে ভারতের মেয়েরা। বাংলাদেশকে হারিয়ে নবম বার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে (Women Asia Cup) উঠল ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল (Team India Women)। সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কৌরেরা। শুক্রবার সেমিফাইনালে তারা বাংলাদেশকে হারাল ১০ উইকেটে। ভারতের মেয়েদের দুরন্ত পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
Finals bound! 🔥 A clinical effort from our girls in the semis against Bangladesh! 💥 What a new ball spell by Renuka Thakur - 3 wickets for just 10 runs! 🤩 Let’s bring the trophy home, girls! 🇮🇳🏆@BCCIWomen || #WomensAsiaCup2024 || #HerStory || #INDWvBANW pic.twitter.com/KSc7psGODk
— Jay Shah (@JayShah) July 26, 2024
শুরু থেকেই বেকায়দায় বাংলাদেশ (Women Asia Cup)
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন দিলারা আকতার। নতুন বলে নজর কাড়েন রেণুকা সিং। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট নেন তিনি। দিলারার পরে ইশিমা তানজিম ও মুর্শিদা খাতুনকেও ফেরান তিনি। রেণুকার সুইং বুঝতে হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটারেরা। অধিনায়ক নিগার এক দিকে টিকে থাকলেও অন্য দিকে নিয়মিত উইকেট পড়ছিল। দলকে কোনও রকমে টেনে নিয়ে যান নিগার। ৫১ বলে ৩২ রান করেন তিনি। স্পিনে ভারতের হয়ে ভেলকি দেখান রাধা যাদব। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ।
4⃣ overs
— BCCI Women (@BCCIWomen) July 26, 2024
1⃣ maiden
1⃣0⃣ runs
3⃣ wickets
For her fantastic incisive spell, Renuka Singh is named the Player of the Match 👏
Scorecard ▶️ https://t.co/JwoMEaSoyn#TeamIndia | #INDvBAN | #WomensAsiaCup2024 | #ACC | #SemiFinal pic.twitter.com/FOBWCwTY87
আগ্রাসী স্মৃতি (Women Asia Cup)
পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় দল (Team India Women) মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। অর্থাৎ, ৫৪ বল বাকি থাকতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। শেফালি বর্মা ২৮ বলে ২৬ রানের ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ২টি চার মারেন। ৩৯ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন স্মৃতি মন্ধনা। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন রেনুকা সিং ঠাকুর। ২০১৮ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে রানার্স হতে হয়েছিল ভারতকে। এবার সেমিফাইনালে আর কোনও ভুল করেননি স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours