Tripura: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ৭০ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি

BJP: গেরুয়া দাপট ত্রিপুরাতে, ধুয়ে গেল কংগ্রেস-সিপিএম
Untitled_design(723)
Untitled_design(723)

মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার (Tripura) পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল শাসক দল বিজেপি (BJP)। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ জুলাই, সেদিনই এই তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত, আগামী মাসের ৮ তারিখ ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা কিন্তু তার আগেই ৭০ শতাংশ আসনে জয় লাভ করল গেরুয়া শিবির, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

গেরুয়া দাপট ত্রিপুরাতে (Tripura), ধুয়ে গেল কংগ্রেস-সিপিএম

ত্রিস্তরীয় পঞ্চায়েতের (Tripura), পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সর্বত্র গেরুয়া দাপট দেখা গিয়েছে। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে সে রাজ্যে মোট আসন রয়েছে ৬,৮৭৯টি। যার মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ৪,৮০৫টি আসনে। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে মোট ৬,৩৭০টি, এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Tripura) দখল করেছে ৪,৫৫০টি আসন। ত্রিপুরার নির্বাচন কমিশনার অসিত কুমার দাস জানিয়েছেন, রাজ্যের মোট ১,৮১৯টি গ্রাম পঞ্চায়েতের আসনে ভোট হবে আগামী ৮ অগাস্ট। এর মধ্যে বিজেপির প্রার্থী রয়েছে ১,৮০৯টি আসনে। রাজ্যের বিরোধী দল সিপিএম ১,২২২টি আসনে প্রার্থী দিতে পেরেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩১টি আসনে।

আরও পড়ুন: ২৫ লাখ নতুন উপভোক্তা! দলে দলে বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ, কেন জানেন?

জেলা পরিষদে কে কোথায় দাঁড়িয়ে?

জানা গিয়েছে, রাজ্যের মোট ১১৬টি জেলা পরিষদ আসনের মধ্যে (Tripura) বিজেপি (BJP) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে ২০টি আসনে। জেলা পরিষদের মোট আসনের ১৭ শতাংশই জিতেছে তারা। অন্যদিকে ৯৬টি জেলা পরিষদের আসনে ভোট হবে ৮ অগাস্ট। যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে ৮১টি আসনে অন্যদিকে কংগ্রেস প্রার্থী দিতে সক্ষম হয়েছে ৭৬টি আসনে।

আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles