India Post: ভারতীয় ডাক বিভাগে ৪৪ হাজার কর্মী নিয়োগ! জেনে নিন কীভাবে আবেদন করবেন

GDS Recruitment: গ্রামীণ ডাক সেবকের ৪৪ হাজার ২২৮ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
post_office
post_office

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগে (India Post) প্রায় ৪৪ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। গ্রামীণ ডাক সেবকের (GDS Recruitment) ৪৪ হাজার ২২৮ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ ২৩টি রাজ্যে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে।

কবে থেকে আবেদন করবেন (India Post) 

চাকরির জন্য আবেদন করতে পারবেন সোমবার অর্থাৎ ১৫ জুলাই থেকে৷ ৫ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ৬,৭ ও ৮ অগাস্ট আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন। অগাস্টের ৮ তারিখের পর আর কিছু করা যাবে না। গ্রামীণ ডাক সেবক (GDS Recruitment) পদে আবেদনের জন্য যেতে হবে ডাক বিভাগের (India Post) অফিসিয়াল ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in। আবেদনের ফি ১০০ টাকা।

কারা আবেদন করতে পারবেন (GDS Recruitment)

দশম শ্রেণির পরীক্ষার ফলের ভিত্তিতে গ্রামীণ ডাক সেবকের (GDS Recruitment) পদের প্রার্থীদের নির্বাচন হবে। এর পাশাপাশি সকল আবেদনকারীকে সাইকেল চালাতে জানতে হবে৷ কম্পিউটার জানাও বাধ্যতামূলক ৷ আবেদনকারীকে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ করতে হবে ৷ স্থানীয় ভাষাও জানতে হবে৷ একই সঙ্গে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে। এ ক্ষেত্রে তফসিলি জাতি/তফসিলি উপজাতিদের জন্য ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৩ বছর, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ১০ বছরের উপরে সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে৷ তবে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য বয়সের ক্ষেত্রে কোনও শিথিলতা নেই ৷

কীভাবে আবেদন করবেন

প্রথম ধাপ: indiapostgdsonline.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যান।

দ্বিতীয় ধাপ: ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগ ২০২৪ লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: রেজিস্ট্রেশনের ফি দিন।

চতুর্থ ধাপ: প্রয়োজনীয় নথি আপলোড করুন।

পঞ্চম ধাপ: প্রয়োজনীয় বিবরণ-সহ আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন।

ষষ্ঠ ধাপ: আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য ফর্মের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

আরও পড়ুন: অ্যাপলের পর গুগল! ভারতেই তৈরি হবে পিক্সেল ফোন, যাবে ইউরোপ-আমেরিকায়

নজরে রাখুন (India Post) 

আবেদনকারীদের অবশ্যই ফর্ম পূরণের সময় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। যাতে পরবর্তীকালে ডাক বিভাগ কর্তৃপক্ষ ওই ইমেল বা ফোন নম্বারে যোগাযোগ করতে পারে। ওয়াবসাইটে সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের সময় আবেদনকারীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। ফি একবার পরিশোধ করা হলে কোনোভাবেই সেটা ফেরত পাওয়া যাবে না। তাই ভালো করে দেখেশুনে ফর্ম ফিলাপ ও ফি জমা দিতে হবে ৷

বেতন কত (India Post) 

গ্রামীণ ডাক সেবক নিয়োগে (GDS Recruitment) দুটি পদ রয়েছে ৷ একটি হল সহকারী শাখা পোস্টমাস্টার এবং শাখা পোস্ট মাস্টার। সহকারী শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে। যদিও শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল ১২০০০ থেকে ২৯,৩৮০ টাকার মধ্যে। চৌকিদার পদে যারা নির্বাচিত হবেন তারা মাসিক ২০,০০০ টাকা বেতন পাবেন৷

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles