মাধ্যম নিউজ ডেস্ক: দল গঠনে ফের চমক মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০১৯ থেকে ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলেছেন ৩৩ বছরের ফুটবলার। তাঁকে পেয়ে খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনা। গতবার মোহনবাগান আইএসএল (ISL Next Season) লিগ শিল্ড জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ট্রফিই পাখির চোখ সবুজ-মেরুন কর্তাদের।
মোহনবাগানে স্বাগত (Mohun Bagan Super Giant)
টম অ্যালড্রেডকে সই করানোর খবর এক ভিডিয়ো শেয়ার করে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেখানে উল্লেখ রয়েছে, ‘জর্ডনের বিকল্প হিসেবে এই তারকার দিকে নজর লাল-হলুদের।’ একইসঙ্গে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘টম অ্যালড্রেডকে সই করানোর জন্য কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লড়াইয়ে চলে এসেছে ইস্টবেঙ্গল।’ এরপরই ভিডিয়োতে রয়েছে চমক। টমের বেশ কয়েকটি খেলার ভিডিয়ো দিয়ে শেষে লেখা হয়েছে মোহনবাগানে স্বাগতম।
Itna confidence kaise! 🤯
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 2, 2024
OFFICIAL! Welcome @tomaldred_20! 💚♥️#MBSG #SRMB #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/eHuWCLFEOJ
কী বলছেন অ্যালড্রেড
মোহনবাগানে (Mohun Bagan Super Giant) সই করে খুশি স্কটল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ ফুটবল খেলা টমও। তাঁর কথায়, ‘‘মোহনবাগানে যোগ দিতে পেরে আমি খুশি। সবুজমেরুন জার্সি পরে খেলা সম্মানের। মাঠে নামার অপেক্ষায় আছি। বেশ উত্তেজিত লাগছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। এ বার ভারতে খেলব। ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ক্লাবের ইতিহাস জানি। গত কয়েক বছরের সাফল্যের কথাও জানি। মোহনবাগানের জার্সি গায়ে নিজের সেরাটাই দেব। কঠোর পরিশ্রম করে ক্লাবের আগামী সাফল্যে অবদান রাখতে চাই। সতীর্থদের সাহায্য করতে চাই। সমর্থকদের খুশি দেখতে চাই।’’
আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়
খুশি মোহন কোচ মোলিনা (Mohun Bagan Super Giant)
এবার অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার টম অ্যালড্রেডকে (Tom Aldred) পেয়ে খুশি মোহনবাগানের (Mohun Bagan Super Giant) নয়া কোচ মোলিনা। তিনি বলেছেন, ‘‘অ্যালড্রেড অভিজ্ঞ এবং দক্ষ ফুটবলার। আমাদের রক্ষণ শক্তিশালী হবে। সুঠাম চেহারার অ্যালড্রেড শক্তিশালী এবং আগ্রাসী ফুটবল খেলতে পছন্দ করে। রক্ষণ থেকে খেলা তৈরি করতে দক্ষ। উঁচু বলেও বেশ সাবলীল। টম যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours