মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী (Narendra Modi) পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, জওহরলাল নেহরুর পরে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার পূর্ণমেয়াদে এই পদে শপথ নিতে চলেছেন। ১৯৬২ সালের পরে ফের একবার দিল্লি এমন ঘটনার সাক্ষী থাকতে চলেছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও।
কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান হাজির থাকছেন
মোদির (Narendra Modi) হ্যাটট্রিক শপথে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল, ভুটানের রাজা জিগমে খেসর ওয়াংচুক। এর পাশাপাশি হাজির থাকার কথা রয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথ ও মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর।
ভারতে পা রেখেছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এমন জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভারতের মাটিতে পা রাখতেই ট্যুইট বার্তা সামনে এসেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। এক বিবৃতিতে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার এমন সফর, ভারত বাংলাদেশের বন্ধুত্বকে আরও নিবিড় করে তুলবে।
🇮🇳’s Neighbourhood First & SAGAR vision in action!
— Randhir Jaiswal (@MEAIndia) June 8, 2024
The swearing-in ceremony of Prime Minister & Council of Ministers is scheduled tomorrow.
🎥 Know the esteemed guests from 🇮🇳’s neighbourhood & Indian Ocean region participating in the ceremony. pic.twitter.com/jpj65A9ddY
কখন শপথ নেবেন প্রধানমন্ত্রী?
জানা গিয়েছে, ৯ জুন রাষ্ট্রপতি ভবনের কাছেই তিনি শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী (Narendra Modi) যাবেন রাজঘাটে এবং সেখানে মহাত্মা গান্ধীর সমাধি স্থলে শ্রদ্ধা জানাবেন। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ শপথ নেবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই বিজেপির সভাপতি জেপি নাড্ডা এনডিএ শরিকদের নিয়ে একটি নৈশ ভোজের আয়োজন করেছেন।
আগেই বিবৃতি দিয়েছিল শ্রীলঙ্কা
প্রসঙ্গত দিন কয়েক আগেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবন সংবাদমাধ্যমে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে সেই সময় আমন্ত্রণ জানানো হয়েছিল মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথকেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours