মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ঘোষণা যে কোনও সময়েই হয়ে যেতে পারে। ঠিক এমন আবহে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তবে কী কারণে এই পদত্যাগ তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, অরুণ গোয়েলের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এমনটা নতুন কিছু নয়। এর আগেও ২০১৯ সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে মত বিরোধের (Election Commissioner Resign) কারণে পদত্যাগ করেছিলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।
সাতদিন আগেই কলকাতা এসেছিলেন অরুণ গোয়েল
সাতদিন আগেই কলকাতায় পা রাখে বির্বাচন কমিশনের (Election Commissioner Resign) ফুল বেঞ্চ। তখন এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গেই এসেছিলেন অরুণ গোয়েল। তার পরে শনিবার আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে।
সাংবিধানিক নিয়ম
সংবিধান অনুযায়ী (Election Commissioner Resign) দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই রয়েছে। অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আপাতত দুটো পদই শূন্য। বর্তমানে ফুল বেঞ্চ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই আছেন।
২০২২ সালে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার (Election Commissioner Resign) গ্রহণ করেছিলেন অরুণ গোয়েল। এরপর ২০২৪ সালের মার্চেই তাঁর পদত্যাগের খবর সামনে এল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিবের পদও সামলেছেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours