Howrah: সরকারি অফিসে মমতার পাশেই অভিষেকের ছবি! হইচই হতেই সরিয়ে মুখরক্ষা

সরকারি দফতরে 'পিসি-ভাইপো'র ছবি! জানাজানি হতেই...
Howrah
Howrah

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লাগানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সরকারি কার্যালয়ে কেন অভিষেকের ছবি? প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকার বিরোধীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেকের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।

কেন সরকারি দফতরে অভিষেকের ছবি?

স্থানীয় (Howrah) সূত্রে জানা গিয়েছে, এই পঞ্চায়েত অফিসে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছিল। বিরোধীদের প্রশ্ন ছিল তৃণমূলের এই সাংসদ তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা মন্ত্রী নন। তাহলে তাঁর ছবি কেন? বিরোধীদের আরও অভিযোগ, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে সরকারি দফতর বা কার্যালয়ে তাঁর ছবি রাখতে হয়েছিল! সংবাদ মাধ্যমে খবর জানাজানি হতেই প্রশাসনের পক্ষ থেকে অভিষেকের ছবি দ্রুত খুলে ফেলা হয়। সূত্রে আরও জানা গিয়েছে, দলের তরফ থেকেই এই ছবি খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে এলাকার মানুষের প্রশ্ন,  সরকারের দফতর কি প্রশাসন চালাচ্ছে, নাকি পার্টি?

তৃণমূলের বক্তব্য

এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে তেমন ভাবে কিছু না বলতে চাইলেও দলের এক কর্মী বলেন, “সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করেই ছবি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদপত্রে ছবির কথা প্রকাশিত হলে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে ছবি খুলে ফেলা হবে। আবার উদয়নারায়ণপুরের বিধায়ক এবং তৃণমূল দলের চেয়ারম্যান সমীর পাঁজা বলেন, “প্রশাসনের বোধোদয় হয়েছে এটা খুব ভালো খবর।” যদিও এলাকার বিডিও অভিজ্ঞা চক্রবর্তীকে একাধিকবার ফোন করা হলে উত্তর পাওয়া যায়নি।

বিরোধীদের বক্তব্য

হাওড়া (Howrah) গ্রামীণ জেলার বিজেপি সভাপতি অরুণ উদয় পাল চৌধুরি বলেন, “তৃণমূলের দলটা হল জ্ঞানপাপী। বুঝে শুনেই অন্যায় কাজ করছে। সরকারি কার্যালয়ে দলের নেতার ছবিতেই স্পষ্ট হয় সরকার কীভাবে চলছে।” আবার এলাকার সিপিএম নেতা দিলীপ ঘোষ বলেন, “আসলে নেতার ছবি সামনে রেখে চুপচাপ চুরি চলছিল।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles