Paschim Medinipur: পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গিতে মৃত ২

পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গিতে মৃত্যু, তীব্র আতঙ্ক
Paschim_Medinipur_(2)
Paschim_Medinipur_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যে। এবার পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে দু;জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত ৪ জন। উল্লেখ্য, মাত্র দু'দিন আগেই দক্ষিণ দমদমের এক সপ্তম শ্রেণির ছাত্রী ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। বৃষ্টির জমা জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার নিয়েছে রাজ্যে। অন্যদিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলির স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ। ঠিকমতো মশা মারার স্প্রে, তেল এবং জঞ্জাল পরিষ্কার করছে না পুরসভা। পুরসভার চেয়ারপার্সনও মেনে নিয়েছেন, নিযুক্ত কর্মীরা ঠিক করে সাফাইয়ের কাজ করছেন না। নজর রাখছেন না এলাকার কাউন্সিলাররাও।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে মৃত ২ (Paschim Medinipur)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খড়্গপুর শহরের খরিদা বাঙালপাড়া এলাকার রুনিতা মল্লিক নামে এক গৃহবধূ। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার ভোরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে বৃহস্পতিবারেই ঘাটাল মহকুমা হাসপাতালেও মৃত্যু হয়েছে আরও এক ডেঙ্গি আক্রান্ত রোগীর। জেলায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। এলাকায় ডেঙ্গির আতঙ্কে সাধারণ মানুষের জনজীবন এখন দুর্বিপাকে। রোগীর আত্মীয়রা অভিযোগ তুলছেন পুরসভার বিরুদ্ধে। এদিকে ডেঙ্গি মৃত্যুর ঘটনায়, শুক্রবার সকালেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিছন্নতা খতিয়ে দেখতে আসেন মেদিনীপুর পুরসভার পৌর প্রধান সৌমেন খান সহ প্রশাসনিক আধিকারিকরা।

পুরসভার বক্তব্য

খড়্গপুর পুরসভার (Paschim Medinipur) চেয়ারপার্সন কল্যাণী ঘোষ মৃত্যুর কথা স্বীকার করে বলেন, “ডেঙ্গির মৃত্যুর ঘটনা দুঃখজনক। প্রত্যেক পাড়ায় পাড়ায় স্প্রে করার জন্য লোক নিয়েছি আমরা। আমরা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধে সব সময় কাজ করছি। ওয়ার্ডে ওয়ার্ডে লোক দেওয়াও হয়েছে। মশা মারার জন্য স্প্রে করার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু যাঁদের স্প্রে করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই ঠিক মতো কাজ করছেন না। এলাকার কাউন্সিলাররাও এই বিষয়ে ঠিকঠাক নজর রাখছেন না।”

 

 দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles